শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০:১৭:০৩

বড় সুখবর বাংলাদেশের পাসপোর্ট নিয়ে

বড় সুখবর বাংলাদেশের পাসপোর্ট নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচকে বাংলাদেশের পাসপোর্ট অবস্থান এখন ৯৪তম, যেখানে আগের বছর অবস্থান ছিল ৯৭তম।

এই উন্নতির ফলে, এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৯টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। যদিও সংখ্যাটি তুলনামূলকভাবে কম, তবে এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক অগ্রগতি।

বিশ্বের শীর্ষ পাসপোর্ট কোন দেশের?
নতুন সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে উঠে এসেছে সিঙ্গাপুরের নাম। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

এরপরেই রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৯০টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান। এরপরের তালিকায় রয়েছে ইউরোপের শীর্ষ কয়েকটি দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

বাংলাদেশিরা যেসব দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন
বাংলাদেশের পাসপোর্টধারীরা যেসব দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন, তার মধ্যে রয়েছে:

এশিয়া:

ভুটান
কম্বোডিয়া
মালদ্বীপ
নেপাল
শ্রীলঙ্কা
পূর্ব তিমুর
আফ্রিকা:

বুরুন্ডি
কেপ ভার্দে আইল্যান্ড
কমোরো দ্বীপপুঞ্জ
জিবুতি
গিনি-বিসাউ
কেনিয়া
মাদাগাস্কার
মোজাম্বিক
রুয়ান্ডা
সিয়েরা লিওন
সোমালিয়া
গাম্বিয়া

ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল:
বাহামা
বার্বাডোজ
ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
কুক আইল্যান্ড
ডমিনিকা
ফিজি
গ্রানাডা
হাইতি
জ্যামাইকা
কিরিবাতি
মাইক্রোনেশিয়া
মন্টসেরাত
নুউয়ে
সামোয়া
সিচিলিস
সেন্ট কিটস অ্যান্ড নেভিস
সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
টুভালু
ভানুয়াতু
কিছু দেশের ক্ষেত্রে অন অ্যারাইভাল ও ই-ভিসা
উল্লেখ্য, এই তালিকায় থাকা কিছু দেশে অন অ্যারাইভাল ভিসা বা ই-ভিসার মাধ্যমে প্রবেশ করতে হয়। অর্থাৎ এসব দেশে ভ্রমণ করার জন্য আগাম দূতাবাসে না গিয়ে বিমানবন্দরে পৌঁছে বা অনলাইনে সহজেই ভিসার আবেদন করা যায়।

বাংলাদেশের পাসপোর্টের বৈশ্বিক অবস্থানের উন্নতি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক খবর। তবে এখনো বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভ্রমণ স্বাধীনতা সীমিত। ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতার উন্নয়নের মাধ্যমে আরও দেশ ভ্রমণে মুক্তি পাওয়া সম্ভব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে