বুধবার, ০২ মার্চ, ২০১৬, ০৯:০৬:০৩

আজব কাণ্ড! নকল ঠেকাতে অদ্ভূত নিয়ম, বিশ্বজুড়ে তোলপাড়

আজব কাণ্ড! নকল ঠেকাতে অদ্ভূত নিয়ম, বিশ্বজুড়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক : নকল ঠেকাতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। রীক্ষার হলে নিষিদ্ধ করা হয়েছে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল সেটসহ ডিজিটাল যন্ত্রপাতি। শুধু তাই নয়, ফুল হাতা শার্ট ও জুতাও ছিল নিষিদ্ধ।

ফলে অতিতের সব রেকর্ড ভেঙ্গে এবারই প্রথম ভারতের বিহারের মুজাফফরপুরের সেনাবাহিনী ভিন্ন এই পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নিল। যা নিয়ে তুমুল আলোচনা চলছে পুরো বিশ্বজুড়েই।

জানা গেছে, রোববার হয়ে যাওয়া সেনাবাহিনীর এক পরীক্ষায় কাপড় খুলে পরীক্ষা দিতে হলো পরীক্ষার্থীদের। অবশ্য পুরোপুরি বিবসনা হয়ে পরীক্ষা দিয়েছেন তা কিন্তু নয়, শুধু শর্টপ্যান্ট ছিল বলে তা-ও রক্ষা হলো সম্মানটা!

এদিকে এ-সংক্রান্ত একটি ছবি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে ভারতজুড়ে চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন সেনাবাহিনীর প্রধান দলবীর সিং সুহাগের কাছে।

রোববারের পরীক্ষাটি হয় একটি খোলা মাঠে। পরীক্ষার্থীরা মাঠে বসে নিজেদের পা-কে এবং অনেকে ইটকে টেবিল হিসেবে ব্যবহার করে এক ঘণ্টার লিখিত পরীক্ষা দেন।

পরীক্ষায় অংশ নেওয়া ২১ বছর বয়সী হরিশম্ভু কুমার নামে এক পরীক্ষার্থী বলেন, যখন তারা প্রথম পরীক্ষার কেন্দ্রে পৌঁছালেন তখন তাদের সেনাবাহিনীর কর্মকর্তারা শুধু শর্টপ্যান্ট ছাড়া বাকি কাপড়গুলো খুলে ফেলতে বলেন।

এ সময় পরীক্ষার্থীরা ভয় পেলেও কর্মকর্তারা যখন বললেন, নকল ঠেকাতে এই ব্যবস্থা, তখন বিষয়টির সঙ্গে কিছুটা অভ্যস্ত হলেন তারা। কেউ কেউ অভিযোগ করেন ওই অবস্থায় তাদের অস্বস্তিবোধ হচ্ছিল এবং ঠান্ডাও লাগছিল।

এ বিষয়ে সেনাবাহিনীর আঞ্চলিক অফিসের কর্নেল গোধারা বলেন, পরীক্ষাটি শর্টপ্যান্ট পরিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন উঠলেও পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষাটি শর্টপ্যান্ট পরেই দিতে হবে। তা ছাড়া নকল ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিতে চেয়েছিলেন তারা।

বিগত বছরগুলোতে পরীক্ষার্থীরা শর্টপ্যান্টে এবং হাতকাটা গেঞ্জির মধ্যে মোবাইল ও নকল লুকিয়ে রেখে প্রতারণা করেছে। তাই এ ব্যবস্থা। তবে সরকার নকল এড়ানোর জন্য পরীক্ষাটি কম্পিউটারাইজড করার চিন্তা করছে।
২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে