বুধবার, ০২ মার্চ, ২০১৬, ০৩:৫৬:৫৭

আবারও ভারতীয় দূতাবাসে জঙ্গি হামলা, চলছে এনকাউন্টার

আবারও ভারতীয় দূতাবাসে জঙ্গি হামলা, চলছে এনকাউন্টার

আন্তর্জাতিক ডেস্ক : আবারও আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে জঙ্গি গোষ্ঠি হামলা চালিয়েছে। এবার নিশানায় জালালাবাদে ভারতীয় দূতাবাস। বুধবার দুপুরে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে জালালাবাদে ভারতীয় দূতাবাস চত্বর। সঙ্গে শুরু হয় ব্যাপক এলোপাথাড়ি গুলি।

আফগান প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনও হতাহতের খবর না থাকলেও, কমপক্ষে ৮টি গাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছে। আশপাশের কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে।

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিরাপত্তায় ঘেরা ভারতীয় দূতাবাসের সামনে হঠাত্‍‌ই দু'টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই গুলির শব্দ। জঙ্গিদের সঙ্গে আফগান সেনার গুলির লড়াই চলছে। ঠিক কতজন জঙ্গি হানা দিয়েছে তা এখনও জানা যায়নি। তবে ভারতীয় দূতাবাসের সব কর্মীদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। তারা সুরক্ষিত আছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, বিস্ফোরণের পর তারা বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছেন। সেক্ষেত্রে হতাহতের সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চলতি বছরের ৩ জানুয়ারি একই ভাবে আফগানিস্তানের মাজার ই শরিফ শহরে ভারতীয় দূতাবাসে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন আইএসআইএস। সূত্র: এই সময়
 ২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে