বুধবার, ০২ মার্চ, ২০১৬, ০৪:৫৪:৩৬

১০ হাজার কোটি দুর্নীতির দায়ে ২৪ জনকে গ্রেফতার

১০ হাজার কোটি দুর্নীতির দায়ে ২৪ জনকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : এবার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল চীনের৷ প্রায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতি করার কারণে জেলে পাঠানো হল ২৪ জনকে৷ এই আর্থিক কেলেঙ্কারির মূল পাণ্ডা তথা সংস্থান মালিক জিয়াং হংউইকে (৩২) যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত৷ ২ লক্ষ ৩০ হাজার মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷

এই চিট ফান্ড সংস্থায় টাকা রেখেছিলেন হাজার হাজার মানুষ৷ যাদের অধিকাংশই বৃদ্ধ৷ সারা জীবনের সঞ্চয় এই সংস্থার আর্থিক প্রকল্পে বিনিয়োগ করেছিলেন তারা৷ এই কেলেঙ্কারির পর্দা ফাঁস হতেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ-বৃদ্ধারা৷ এদিন চীনের গুয়াংডং প্রদেশে মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন বহু মানুষ৷

এই সংস্থার ফাঁদে পা দেয়া এক ব্যক্তি বলেন, সংস্থার প্রদর্শণী দেখে আমাদের মাথা ঘুরে গিয়েছিল৷ ছ’টি হল জুড়ে গ্র্যান্ড এক্সিবিশনের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ৷ অপর এক মহিলা বলেন, এই সংস্থার ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন তিনি ও তার স্বামী৷
০২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে