বুধবার, ০২ মার্চ, ২০১৬, ০৭:৪৬:২৭

জাতিসংঘের রক্তচক্ষু ভয় পাই না : ক্ষ্যাপা কিম

জাতিসংঘের রক্তচক্ষু ভয় পাই না : ক্ষ্যাপা কিম

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের কোনো পরােয়াই করেনা তারা। আর তাই জাতিসংঘ তাদের বিরুদ্ধে কি অবরোধ জারি করল, তাতে তাদের কিছুই আসে যায় না। বুধবার এ ভাবেই সাফ জানিয়ে দিলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং।

আজই উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়াভাবেই অর্থনেতিক নিষেধাজ্ঞার কাথা ঘোষণা করতে পারে জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়া নিয়ে ভোটাভুটির পর আজই সরকারি ভাবে ওই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে জানা যায়।

এ দিকে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হতে পারে, এমন সংবাদ পাওয়ার পরেও এবার জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিল তারা। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং এ দিন জাতিসংঘের মানবাধিকার পরিষদ সম্পর্কে বলেন, ‘ওই পরিষদের কাজকর্ম যথেষ্টই সন্দেহজনক। ওটা চলে পুরোপুরি বড় দেশের বড় রাজনৈতিক নেতাদের অঙ্গুলের ইশারায়। যাদের মুখের কথা এক রকম, আর পেটে অন্য রকম। দ্বিচারিতাই যাদের একমাত্র ধর্ম। গোটা পরিষদটাই স্বজনপোষণের জায়গা। ওরা বরাবরই উত্তর কোরিয়ার সমালোচনা করে আসেছে। তাই কারো চোখ রাঙানিকে আমরা ভয়পাইনা। তাই আমরা (উত্তর কোরিয়া) ওই পরিষদের যাবতীয় অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে পিয়ং ইয়ং সরকার যে ভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করে চলেছেন, তা নিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ বারবারই কথা বলেছে এবং তাদের সব ধরণের অসঙ্গতি মুলক কাজের সমালোচনা করেছে।
০২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে