বুধবার, ০২ মার্চ, ২০১৬, ০৮:৫৫:২২

আবারো ভয়াবহ ভূমিকম্প

আবারো ভয়াবহ ভূমিকম্প

ঢাকা : আবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম তীরে ভয়াবহ ভূমিকম্প হয়েছে।  এবার ৭.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় বিকেএমজি ভূমিকম্প নিরীক্ষণ কেন্দ্র থেকে বলে হয়, ভূমিকম্পটি বুধবার প্রায় ১০ কিমি এলাকাজুড়ে আঘাত হানে।  সুমাত্রার বেশ কয়েকটি স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ব্যাপারে তাৎক্ষনিক সংবাদ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে দল এই ভূ-কম্পনকে প্রথমে রিখটার স্কেলে ৮.২ মাত্রা বলে চিহ্নিত করেছিল।  পরে কমিয়ে ৭.৯ বলা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামি হয়েছিল।  ওই সময় ২ লাখ ৩০ হাজার মানুষ মারা গিয়েছিল।  সে কারণেই সুনামির সতর্কতা সেখানে এত জরুরি।
২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে