বুধবার, ০২ মার্চ, ২০১৬, ০৯:৪১:৫৯

গাছের ডালে চিতা, প্রাণভয়ে দৌড়ে বাঁচলেন যুবক

 গাছের ডালে চিতা, প্রাণভয়ে দৌড়ে বাঁচলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক : বিপদ বলেকয়ে আসে না।  বুধবার সকালে এমনই ঘটনা ঘটেছে।  রেললাইনের ধারে প্রাতঃক্রিয়া করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা৷ হঠাৎই চোখ যায় মেহগিনি গাছের মগডালে৷ সেখানে আরাম করছে চিতাবাঘটি।  চিতাবাঘ দেখে চক্ষু চরকগাছ৷ প্রাণভয়ে কোনোমতে দৌড়ে বাঁচলেন এক যুবক৷

কিছুক্ষণের মধ্যেই দাবানলের মতো চিতাবাঘের খবর ছড়িয়ে পড়ে৷ মেহগনি গাছের কাছে ভিড় জমাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা৷ বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ঘটনাস্থলে আসার পর উৎসুক জনতার ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খেতে হয়৷

জনতার ভিড় সামলাতে বাধ্য হয়ে এসএসবিকে নিয়ে আসা হয়।  এখনো রপর্যন্ত চিতাবাঘটিকে গাছ থেকে নামাতে পারেনি।  গুলি করে চিতাবাঘটিকে কাবু করার চেষ্টা চালাচ্ছে বনদফতর৷

চিতাবাঘটি গাছের অনেকটা উপড়ে উঠে যাওয়ায় ঘুমপাড়ানি গুলি করা যাচ্ছে না।  গাছের সামনে থেকে জনতাকে সরিয়ে জাল দিয়ে ঘিরে ফেলেছেন বনকর্মীরা৷

চিতাবাঘটি আচমকা নিচে নেমে দৌড় দিলে অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। তাই চিতাবাঘটিকে যতটা সম্ভব গাছের মগডাল থেকে নিচে নামিয়ে গুলি করে কাবু করার চেষ্টা চালানো হচ্ছে৷

এ এলাকা থেকে সোনাখালির বন প্রায় ৭ কিমি দূরে।  কী করে স্টেশনের কাছে চিতাটি চলে এল তা নিয়ে দ্বন্দ্বে বনদফতর৷
২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে