বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৮:৪০:০৭

সীমান্তে ‘লেসার প্রাচীর’ তৈরি করেছে বিএসএফ, স্বীকার করল ভারত

সীমান্তে ‘লেসার প্রাচীর’ তৈরি করেছে বিএসএফ, স্বীকার করল ভারত

আন্তর্জাতকি ডেস্ক : সীমান্তে লেসার রশ্মির ‘প্রাচীর’ গড়ে তুলেছে ভারত। একথা স্বীকার করেছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজু। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ।

বুধবার কংগ্রেস পার্টির সংসদীয় দলের নেতা মাজিদ মেমন এবং প্রবীণ আইনজীবী এস থাংগাভেলু রাজ্যসভায় প্রশ্ন উত্থাপন করলে জবাবে তিনি এ তথ্য জানান।

লেসার প্রযুক্তি বিএসএফ তৈরি করেছে। অতীতে এ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যেসব সীমাবদ্ধতা ছিল তা কাটিয়ে উঠতে পেরেছে বিএসএফ। বিভিন্ন স্থানে এ প্রযুক্তি ব্যবহার করতে যেয়ে এসব সংকটের মোকাবেলা করেছিল বিএসএফ।

বর্তমান প্রযুক্তি নদী তীরবর্তী অরক্ষিত এলাকাগুলোতে ভালোভাবে কাজ করেছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া, সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করাকে ভারত সব সময়ই অগ্রাধিকার দিয়ে এসেছে।
০৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে