আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্কের চাপ বাড়তে পারে, তবে ভারত তা সহ্য করবে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক। আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় রপ্তানি খাতে এটি বড় প্রভাব ফেলবে।
মোদি সোমবার আহমেদাবাদে এক অনুষ্ঠানে বলেন, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও পশুপালকদের স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত চাপই আসুক, ভারত তা মোকাবিলা করবে। কোনো ছাড় দেওয়া হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর এই শুল্ক দ্বিগুণ করেছেন। এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক। বর্তমানে ভারতের এক-তৃতীয়াংশ তেল আসে রাশিয়া থেকে। সরবরাহকারী বদলাতে হলে দাম বাড়বে, না বদলালে রপ্তানি খাত সংকটে পড়বে।
ভারত ওয়াশিংটনের এ পদক্ষেপকে ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে। মোদি দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সবার উচিত শুধু ভারতীয় পণ্য কেনা।’
বিশ্লেষকদের মতে, নতুন শুল্ক ভারতের শ্রমনির্ভর শিল্প যেমন বস্ত্র, রত্ন-অলংকার ও সামুদ্রিক খাদ্য রপ্তানিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলবে। তথ্যসূত্র : এনডিটিভি