বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ১০:৩৩:০৮

সামনে নির্বাচন, রাজীবের খুনিদের মুক্ত করছে সরকার!

সামনে নির্বাচন, রাজীবের খুনিদের মুক্ত করছে সরকার!

আন্তর্জাতিক ডেস্ক : আবারো ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদ কমিয়ে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর সরকার। এ বিষয়ে কেন্দ্র সরকারের মতামত জানতে চেয়েছে জয়ললিতা সরকার। রাজ্য সরকার এই সিদ্ধান্ত এমন এক সময় নিল যখন কিছু দিন পরেই বিধানসভা নির্বাচন।
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহর্ষিকে লেখা এক চিঠিতে তামিলনাড়ুর মুখ্যসচিব কে জ্ঞানদেশকন জানান, বিভিন্ন মহল থেকে তাদের কাছে সুপারিশ এসেছে যে, রাজীব গাঁধী হত্যাকারীদের এবার মুক্তি দেওয়া হোক।

১৯৯১ সালে ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে আত্মঘাতী জঙ্গি হামলায় মারা যান দেশের ততকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ঘটনায় মুরুগান, পেরারিভালান, সান্থান, নলিনী, রবার্ট পায়াস, জায়াকুমার ও রবিচন্দ্রণ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছে। এই সাতজনকেই মুক্তি দিতে চায় তামিলনাড়ু সরকার।

এর আগেও ২০১৪ সালে রাজীব গান্ধী হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্তদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছিল তামিলনাড়ু সরকার। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।
০৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে