বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ১১:৪৩:৪৫

চাকা ছাড়াই রানওয়েতে বিমান, পাইলটের বুদ্ধিতে রক্ষা পেল ২০৪ যাত্রী!

চাকা ছাড়াই রানওয়েতে বিমান, পাইলটের বুদ্ধিতে রক্ষা পেল ২০৪ যাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : আকাশে উড়ছে বিমানটি। হঠাৎ জানা গেল চাকার টায়ার খসে গেছ! নির্ঘাত মৃত্যুর মুখে বিমানের ২০৪ জন যাত্রী। তারা বেঁচে ফেরার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। প্রমাদ গুনছিলেন ৭ জন বিমানকর্মীও। কিন্তু, সবাইকে অক্ষত রেখে ঠিকঠাক ভাবেই বিমানচালক সওয়ারিদের নামিয়ে আনলেন মাটিতে।

মঙ্গলবার ভারতে ঘটেছে এই বিস্ময়কর ঘটনা। দেশটির গণমাধ্যম বলছে, বেঙ্গালুরু থেকে আকাশে ওঠার সময়েই একটি বিমানের চাকা থেকে টায়ার খসে পড়ে। রানওয়েতে কাজ করতে গিয়ে সেটি নজরে পড়ে এক সাফাইকর্মীর। তার পরেই শোরগোল পড়ে যায় বিমানবন্দরে।

খোঁজ চলতে থাকে, কোন বিমানের চাকা থেকে টায়ার খসে গিয়েছে! এবং, হিসেব মিলিয়ে দেখা যায়, বেঙ্গালুরুগামী ওই বিমানেরই চাকা থেকে টায়ার খসে পড়েছে।
তার পরেই খবর যায় বিমানচালকের কাছে। খবরটা ঘোষণা করার পর যাত্রীরা আতঙ্কে থাকলেও দক্ষতার সঙ্গে তিনি নামিয়ে আনতে পারেন বিমানটিকে রানওয়েতে।

স্পাইস জেটের এক কর্মকর্তা জানান, খুব সম্ভবত আকাশে ওঠার সময়ে চাকার টায়ারটা ফেটে যায়। ঠিক কী ঘটেছিল, তার তদন্ত চলছে।
০৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে