বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০১:২০:৪২

আবারও ধেয়ে আসছে সুনামি?

আবারও ধেয়ে আসছে সুনামি?

আন্তর্জাতিক ডেস্ক : ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে তীব্রতা ৭.৯। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার উপকূলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে গতকাল স্থানীয় সময় ৭টা ৩৯ মিনিটে জোরালো ভূমিকম্প অনুভূত হয়। পাদাং শহর থেকে ৮০৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। পাদাং শহরে বেশ কয়েক সেকেন্ড তীব্র কম্পনের জেরে তুমুল আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে। হুড়মুড় করে বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করেন লোকজন। তবে, এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ভূমিকম্পের জেরে পশ্চিম ও উত্তর সুমাত্রা রিজিয়নে জারি করা হয়েছে সুনামির সতর্কবার্তা। কোকোস ও ক্রিসমাস দ্বীপপুঞ্জেও সুনামি অ্যালার্ট জারি করেছে অস্ট্রেলিয়া প্রশাসন।

২০০৪ সালে ৮.৯ তীব্রতার ভূমিকম্পের জেরে ভয়াবহ সুনামির জেরে প্রাণ গিয়েছিল প্রায় দু লক্ষ মানুষের। এর পর থেকেই অনেক বেশি সক্রিয় বিভিন্ন দেশের সুনামি মনিটরিং সিস্টেম।
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে