বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০১:৪০:২৭

তুমুল উত্তেজনার মধ্যেই ইরান সফরে যাচ্ছেন তুর্কি প্রধানমন্ত্রী

তুমুল উত্তেজনার মধ্যেই ইরান সফরে যাচ্ছেন তুর্কি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের শক্তিধর দুই রাষ্ট্র তুরস্ক-ইরান। দেশ দুটির মধ্যে শিয়া-সুন্নিসহ বিভন্ন ইস্যুতে সাম্প্রতিক সময়ে তুমুল ইত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই চলতি সপ্তাহে সরকারি সফরে ইরানে যাচ্ছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু।

এ সফরে সিরিয়া ইস্যুতে দৃষ্টিভঙ্গির ভিন্নতা নিয়ে দুই প্রতিবেশী দেশ আলোচনা করার সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে। তুর্কি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া বিবৃতি অনুসারে, দাউদওগ্লু আগামী ৪ ও ৫ মার্চ তেহরান সফর করবেন।

রাশিয়ার সঙ্গে ইরানও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করছে। অন্যদিকে, তুরস্ক হচ্ছে প্রেসিডেন্ট আসাদের কড়া সমালোচক। এর পাশাপাশি রাশিয়ার সঙ্গেও দেশটি শত্রুতামূলক সম্পর্কে জড়িয়ে পড়েছে।

সৌদি আরবের সঙ্গে তুরস্কের বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে। কিছুদিন আগে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এসব মতভিন্নতা সত্ত্বেও ইরান ও তুরস্ক তাদের মধ্যে আন্তরিকতাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে।
০৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে