বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৫:১০

চাঞ্চল্য সৃষ্টি করেছে এক কৃষকের গৃহপালিত মুরগির ডিম

চাঞ্চল্য সৃষ্টি করেছে এক কৃষকের গৃহপালিত মুরগির ডিম

আন্তর্জাতিক ডেস্ক : নীল রঙের ডিম পেড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক কৃষকের গৃহপালিত মুরগি। সম্প্রতি ভারতের কর্নাটকের দাভানাগেরে জেলায় এ ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের পাশাপাশি অবাক হয়েছেন চিকিৎসকরাও। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সামা টিভি উর্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইয়্যিদ নূর নামের ওই কৃষক দুই বছর আগে মাত্র ২০ রুপিতে মুরগিটি কিনেছিলেন। এত দিন এটি সাদা ডিমই দিত। তবে সম্প্রতি প্রথমবারের মতো একটি নীল ডিম পাড়ে। বিষয়টি ছড়িয়ে পড়তেই দর্শনার্থীরা ভিড় করছেন নূরের বাড়িতে। একনজর নীল ডিম দেখতে চান তারা।

নূর জানান, তার সব মুরগিই একই খাবার খায় এবং সাধারণত সাদা বা হলুদ ডিম পাড়ে। তবে, বিস্ময়করভাবে প্রথমবার নীল ডিম পাড়ল ওই মুরগি।

এ নিয়ে অবাক হয়েছেন স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের সহকারী পরিচালক ডা. অশোক। তিনি বলেন, মুরগির সবুজাভ-হলুদ ডিমের নজির রয়েছে, কিন্তু নীল ডিম অত্যন্ত বিরল। তার মতে, মুরগির অগ্ন্যাশয়ে থাকা বিলিভারডিন নামের এক ধরনের রঞ্জক এ রঙের জন্য দায়ী হতে পারে।

নূরের বন্ধু হাফিজ বলেন, এ মুরগি নিয়মিত সাদা ডিমই দিত। হঠাৎ নীল ডিম দেখে সবাই হতবাক। আমি কখনো এমন দেখিনি বা শুনিনি।

পশু চিকিৎসক ডা. রঘু নায়েক জানান, ডিমের খোলের রঙ সাধারণত বিলিভারডিনের প্রভাবে বদলায়। জেনেটিক কোনো কারণ কিংবা খাদ্যতালিকার ভিন্নতাও এ ধরনের পরিবর্তনের জন্য দায়ী হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চিলির দেশীয় আরাউকানা জাতের মুরগি কিংবা যুক্তরাষ্ট্রে তৈরি হোয়াইটিং ট্রু ব্লু প্রজাতি থেকে পাওয়া ডিমে সাধারণত এ ধরনের রঙ দেখা যায়।

কৃষক নূর ডিমটির ছবি তুলে রেখেছেন। এরই মধ্যে স্থানীয় গণমাধ্যমে ঘটনার খবর বেশ ভাইরাল হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে