বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৬:১৯

মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ট্রামটি, ঘটনাস্থলে উদ্ধারকারীরা, ১৮ জনের মৃত্যু

মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ট্রামটি, ঘটনাস্থলে উদ্ধারকারীরা, ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের রাজধানী লিসবনে ট্রাম দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত ১৮ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। হতাহতদের বেশিরভাগই পর্যটক বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে পর্তুগালের রাজধানী লিসবনে ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। দেশটিতে পর্যটকদের কাছে জনপ্রিয় ঐতিহ্যবাহী ট্রাম ‘এলিভাদর দা গ্লোরিয়া’ লাইনচ্যুত হয়ে আঘাত হানে পাশের একটি ভবনে। 

 মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ৪৩ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রামটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকারীরা।
 
ট্রাম দুর্ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লিসবনের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
 
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সউজা। সেই সাথে জরুরী ভিত্তিতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের আশ্বাস দেন তিনি।
 
১৮৭৩ সাল থেকে পর্তুগালের রাজধানী লিসবনের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হলুদ ট্রাম। পর্যটকদের কাছেও ব্যাপক জনপ্রিয় এই বাহন। তবে ট্রামের দীর্ঘ সময়ের ইতিহাসে এমন দুর্ঘটনা কখনো ঘটেনি বলে জানান সংশ্লিষ্টরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে