বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০২:৩৭:০৫

ইহুদী কানেকশন, সেই এমপিকে সংসদ থেকে বহিষ্কার

ইহুদী কানেকশন, সেই এমপিকে সংসদ থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইহুদিবাদী ইসরাইল কানেকশনের কারণে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে সেই এমপিকে। এর আগে সংসদেই তার ওপর জুতা হামলা হয় এবং বহিষ্কারের দাবি জানান বেশির্ভাগ এমপি। তার নাম তাওফিক ওকাশা।

সদ্য বহিস্কৃত এই মিশরীয় রাজনীতিক, টক শোর উপস্থাপক ও সংসদ মিশরে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত হেইম কোরেনকে নৈশভোজের দাওয়াত দিয়েছিলেন। এর বুধবার বেশিরভাগ সংসদ সদস্য তাকে বহিষ্কারের পক্ষে ভোট দেন।

আগে কায়রোয় নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূত হেইম কোরেনকে নৈশভোজের দাওয়াত দেয়ায় সংসদে জুতা হামলার শিকার হয়েছেন তাওফিক ওকাশা।

এমপি ওকাশা আগে থেকেই নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত। গত সপ্তাহে তিনি ইসরাইলের রাষ্ট্রদূত হেইম কোরেনকে তার বাড়িতে দাওয়াত দেন এবং নৈশভোজের অনুষ্ঠান টেলিভিশনে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করেন।

ইসরাইলের রাষ্ট্রদূত তার দাওয়াতের কথা নিশ্চিত করে বলেছেন, তিনি এবং দূতাবাসকর্মীরা ওকাশার বাড়িতে তিন ঘণ্টার নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেন।

ইসরাইলি রাষ্ট্রদূত জানান, ‘ওকাশা আমাকে দাওয়াত দিয়ে পানি, কৃষি ও শিক্ষাখাতে সহযোগিতার জন্য প্রস্তাব দিয়েছেন এবং মিশরে কয়েকটি ইসরাইলি প্রশিক্ষণ স্কুল খোলার আহ্বান জানিয়েছেন। ওই অনুষ্ঠানে ওকাশা বলেছেন, এজন্য তাকে হয়ত হামলার শিকার হতে হবে এবং তাকে বিচারের মুখোমুখ হতে হবে।’
০৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে