শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৭:০১

Realme GT 7 Dream Edition – ডিজাইন ও পারফরম্যান্সের অনন্য মিশ্রণ

Realme GT 7 Dream Edition – ডিজাইন ও পারফরম্যান্সের অনন্য মিশ্রণ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বখ্যাত ব্র্যান্ড Realme এবং Aston Martin Formula One Team-এর মধ্যে তিন বছরের একটি কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা এসেছে সম্প্রতি। এই অংশীদারিত্বের অন্যতম মাইলফলক হলো Realme GT 7 Dream Edition—একটি বিশেষ কো-ব্র্যান্ডেড  স্মার্টফোন, যা প্রযুক্তিপ্রেমীদের জন্য এক দারুণ উপহার।

Realme GT 7 Dream Edition
মঙ্গলবার (২৭ মে) এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।

Realme এবং Aston Martin এর যুগান্তকারী অংশীদারিত্ব
Realme‘র সিইও স্কাই লি বলেন—
“Aston Martin Aramco-এর মতো কিংবদন্তি রেসিং টিমের সঙ্গে সহযোগিতা আমাদের উদ্ভাবনের সীমানা অতিক্রম করে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের লক্ষ্য হলো নিখুঁত পণ্যের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে প্রিমিয়াম ডিজাইন ও কারিগরি দক্ষতা পৌঁছে দেওয়া।”

অন্যদিকে, Aston Martin Aramco Formula One Team-এর হেড অব লাইসেন্সিং অ্যান্ড মার্চেন্ডাইজ ম্যাট চ্যাপম্যান বলেন—
“আমাদের প্রথম কো-ব্র্যান্ডেড স্মার্টফোন উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। Realme GT 7 Dream Edition-এ যে পারফরম্যান্স ও ডিজাইন রয়েছে, তা সত্যিই অসাধারণ। আগামীর মডেলগুলোতে একসঙ্গে কাজ করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

Realme GT 7 Dream Edition – ডিজাইন ও পারফরম্যান্সের অনন্য মিশ্রণ
বিশ্বের দ্রুতবর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড Realme, বরাবরই তরুণ প্রজন্মের চাহিদা ও প্রত্যাশার প্রতি দায়বদ্ধ।

GT সিরিজের ফ্ল্যাগশিপ পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি GT 7 Dream Edition শুধু পারফরম্যান্স নয়, বরং এতে রয়েছে—

আইকনিক ডুয়েল-উইং ডিজাইন
Aston Martin-এর স্পেশাল গ্রিন কালার ফিনিশ
কো-ব্র্যান্ডেড সৌন্দর্য ও স্টাইল
এই অংশীদারিত্বের অংশ হিসেবে প্রতি বছর দুইটি নতুন মডেল একযোগে বাজারে আনার পরিকল্পনা রয়েছে, যা প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করছে।

প্যারিসে Realme GT 7 সিরিজের বৈশ্বিক উন্মোচন
Realme GT 7 সিরিজ ও Dream Edition সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে আজ ফ্রান্সের প্যারিসে একটি বিশেষ গ্লোবাল লঞ্চ ইভেন্ট আয়োজন করা হয়েছে। এই ইভেন্টেই উন্মোচন হবে সিরিজটির অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে