শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩১:৪৩

নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ‘এখন শেষ’!

নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ‘এখন শেষ’!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক একসময় খুব ভালো ছিল। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

তার মতে, ব্যক্তিগত বন্ধুত্ব কোনও দেশকে ট্রাম্পের ‘সবচেয়ে খারাপ’ নীতির হাত থেকে রক্ষা করতে পারবে না— এ থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, বোল্টনের এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন দুই দশকের মধ্যে ভারত-মার্কিন সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থার মুখোমুখি হয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও নয়াদিল্লির প্রতি ক্রমাগত সমালোচনা এ সংকট আরও গভীর করেছে।

ব্রিটিশ গণমাধ্যম এলবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্টন বলেন, “ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে ব্যক্তিগত সম্পর্কের চোখ দিয়েই দেখেন। তার যদি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, তাহলে তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কও ভালো। অথচ বাস্তবে তা নয়।”

প্রথম দফায় ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বোল্টন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের কড়া সমালোচক। তিনি বলেন, “ট্রাম্পের ব্যক্তিগতভাবে মোদির সঙ্গে সম্পর্ক একসময় খুব ভালো ছিল। তবে সেটা এখন শেষ হয়ে গেছে। এটা সবার জন্য শিক্ষা — যেমন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের জন্যও — যে ব্যক্তিগত সম্পর্ক সাময়িক সুবিধা দিলেও খারাপ পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করতে পারবে না।”

আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ট্রাম্প।

এলবিসি-তে দেওয়া সাক্ষাৎকারের সঙ্গে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বোল্টন অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের কারণে ভারত-মার্কিন সম্পর্ক কয়েক দশক পিছিয়ে গেছে। এতে মোদি আরও কাছে চলে গেছেন রাশিয়া ও চীনের। তার ভাষায়, “বেইজিং নিজেকে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করছে।”

উল্লেখ্য, সম্প্রতি বোল্টনের মেরিল্যান্ডের বাড়ি ও ওয়াশিংটনের অফিসে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গোপন নথি ব্যবহারের অভিযোগে ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে