বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৩:৩১:১৫

ভূত তাড়াতে ফুটন্ত পানিতে সেদ্ধ করা হলো এক নারীকে!

ভূত তাড়াতে ফুটন্ত পানিতে সেদ্ধ করা হলো এক নারীকে!

আন্তর্জাতিক ডেস্ক : ভূত ধরেছে। আর সেই ভূত তাড়াতে ডাকা হল ওঝা। তবে সেই ভূত তাড়াতে ফুটন্ত গরম জলে ফেলে সেদ্ধ করতে হবে ভূতে ধরা নারীকে। আর তাহলে, ভূত পালাবে। ওঝার কথা মেনে শুরু হল চিকিৎসা। তবে শেষ পর্যন্ত বাঁচানো গেলো না মাঝ বয়সী ও নারীকে।

ভাবছেন, এ কি অন্ধকার যুগের গল্প বলছি? না। এ ঘটনা সাম্প্রতিক। আর তা ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে। একটি সংবাদপত্রের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে।

এদিকে এ ঘটনার পর থেকে চীনের সিচুয়ান প্রদেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ওঝাকে আটক করেছে। তবে আপাতত তদন্ত শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানিয়েছে, লিউ নামে ওই নারী কয়েক বছর ধরে এক অজানা রোগে ভুগছিলেন। সারা শরীর জুড়ে ব্যথায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর গত ২৭ ফেব্রুয়ারি ওই নারী যন্ত্রনায় ছটফট শুরু করেন। আশপাশের লোকজন ছুটে গিয়ে কী হয়েছে জানতে চান। কিন্তু, কেউ কোনও কিছুই বুঝতে পারেননি। ফলে, ওই নারীর ওপর প্রেতাত্মা ভর করেছে বলে অনুমান করেন স্থানীয়দের একাংশ।

এরপরই এক ওঝাকে খবর দেওয়া হয়। এবং, তিনিই নির্দেশনা দেন যে, ভূত ভর করেছে ওই নারীর শরীরে। ফলে, কোনও কড়া দাওয়াই ছাড়া কিছুতেই তাড়ানো যাবে না ওই ভূতকে। সুতরাং ওঝার নির্দেশ অনুযায়ী, সমস্ত ব্যবস্থা শুরু করা হয়।

ওঝার বলা মত একটি বড় ব্যারেলে জল ভর্তি করা হয়। এরপর ওই ব্যারেলের পানি ফুটতে শুরু করলে লিউকে জোর করে ওই পাত্রের মধ্যে ঠেলে ফেলা হয়।

দুই ওঝার ওই কীর্তি দেখে স্থানীয়দের বেশ কয়েকজন তাদের বিরত করতে যান। কিন্তু, ওঝারা সাফ জানিয়ে দেন, ওই মহিলার শরীরে একটি নয়, পর পর দু’টি ভূত ভর করেছে। তাই গরম জলে ফেলে সেদ্ধ না করলে, ওই ভূতগুলো শরীর ছেড়ে বের হবে না। বেশ কিছুক্ষণ ওইভাবে চলার পর, ফুটন্ত পানিতে দগ্ধ হয়েই মৃত্যু হয় ওই নারীর। বেগতিক দেখে, স্থানীয়দের কয়েকজন ওই নারীকে ফুটন্ত পানি থেকে বের করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, তার আগেই মৃত্যু হয় ওই নারীর।
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে