রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১০:৩৬

কর্মসংস্থানের নতুন দিগন্ত, ১০ বছরের গোল্ডেন ভিসা দিবে মধ্যপ্রাচ্যের যে দেশ

কর্মসংস্থানের নতুন দিগন্ত, ১০ বছরের গোল্ডেন ভিসা দিবে মধ্যপ্রাচ্যের যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির ভিশন ২০৪০-এর লক্ষ্যপূরণে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে ওমান চায় বেসরকারি খাতকে আরও শক্তিশালী করতে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে।

সম্প্রতি সালালা শহরে অনুষ্ঠিত ‘টেকসই ব্যবসায়ী পরিবেশ’ বিষয়ক ফোরামে ওমান সরকার এই গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেয়। কর্মকর্তারা বলেন, এর মাধ্যমে চাকরির বাজার সম্প্রসারণ, দক্ষতা বিনিময় এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়ন সম্ভব হবে।

এই স্কিমের অধীনে আবেদনকারীরা ৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার সমমূল্যের বিনিয়োগের মাধ্যমে স্ত্রী, সন্তান ও নিকটাত্মীয়দের নিয়ে নবায়নযোগ্য ১০ বছর মেয়াদি আবাসিক ভিসা নিতে পারবেন। আবেদনকারীর পরিবারের সদস্যসংখ্যা বা বয়সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।

ওমানের গোল্ডেন ভিসা দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে:

1️⃣ টায়ার ওয়ান ভিসা (Tier 1 – মেয়াদ: ১০ বছর)

ন্যূনতম বিনিয়োগ: ৫ লাখ ওমানি রিয়াল

▸ সীমিত দায়বদ্ধতা কোম্পানি (LLC)

▸ পাবলিক জয়েন্ট-স্টক কোম্পানি

▸ সরকারি বন্ড

▸ ৫ লাখ রিয়ালের সম্পত্তি কিনলে বা

▸ এমন কোম্পানি গঠন করলে যেখানে ৫০ জন ওমানি নাগরিক কর্মসংস্থান পাবে

আবেদন ফি: ৫৫১ ওমানি রিয়াল

ভিসা নবায়নযোগ্য

2️⃣ টায়ার টু ভিসা (Tier 2 – মেয়াদ: ৫ বছর)

ন্যূনতম বিনিয়োগ: ২ লাখ ৫০ হাজার ওমানি রিয়াল LLC বা পাবলিক কোম্পানি বা সম্পত্তি

আবেদন ফি: ৩২৬ ওমানি রিয়াল

এটিও নবায়নযোগ্য

ওমানে বর্তমানে অবস্থানরত প্রবাসীরা যদি মাসে ৪ হাজার ওমানি রিয়াল আয় করেন, তবে তারা একটি বর্ধিত আবাসিক অনুমতি (Extended Residency Permit) পেতে পারেন। এটি তাদের ওমানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে।

গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে হলে আবশ্যিকভাবে নিচের শর্তগুলো পূরণ করতে হবে:

আবেদনকারীর ন্যূনতম বয়স: ২১ বছর

আর্থিকভাবে সচ্ছল হতে হবে

থাকতে হবে নিরপরাধ সনদ (Police Clearance)

বৈধ পাসপোর্ট থাকতে হবে

থাকতে হবে স্বাস্থ্য বিমা

ওমানের এই গোল্ডেন ভিসা প্রোগ্রাম দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ মানবসম্পদ সংযোজনেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। যারা মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে থেকে ব্যবসা বা পেশাগতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে