আন্তর্জাতিক ডেস্ক : তুমি আর বাবা আবার আগের মতো হয়ে যাও মা! তোমরা আবার আগের মতো বন্ধু হয়ে যাও। কাতর কণ্ঠে বলছিলো ৬ বছরের ছোট্ট শিশুটি। কথাতেও তেমন সড়গড় হয়নি। অথচ কোনও শেখানো বুলি নয়, বিচ্ছেদ হওয়া বাবা-মাকে এক করার এই কাতর আর্জি একান্ত ভাবে তারই, কানাডার বাসিন্দা ছোট্ট তিয়ানার।
সম্প্রতি ইউটিউবে তিয়ানার এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। যা পোস্ট করেছেন তার মা চেরিশ। আর মুহূর্তের মধ্যেই সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছে তিয়ানা। তার এই আর্জি বিশ্ব বিবেক আরো একবার ধাক্কা দিয়ে গেল।
তিয়ানার কথাও রীতিমতো তাক লেগে যাওয়ার মতো। ওইটুকু এক শিশু যা ভেবেছে তা ভাবতে অক্ষম অনেকেই। শুধু বাবা-মাকে বন্ধু হওয়ার আর্জিই সে জানায়নি। আধো আধো কথায় সে বলেছে, ‘‘সবাইকে হাসি খুশি দেখতে চাই আমি। সবাই শুধু নিজের কথাই ভাবছে। এ ভাবে চলতে থাকলে ভবিষ্যতে মানুষ অমানুষে পরিণত হবে।’’
কেন এমন বলল তিয়ানা? কী এমন ঘটল যা এক নিমেষে এত পরিণত করে তুলল তাকে? হেসে খেলে বেড়ানোর বয়সে ছোট্ট শিশুটির পরিণত কথার পিছনে রয়েছে তার বাবা-মার বিচ্ছেদ। চোখের সামনে বাবা-মার তিক্ত সম্পর্কের সাক্ষী থেকেছে সে। বাবা-মাকে আলাদা হয়ে যেতে দেখেছে সে। আর এই মানসিক যন্ত্রনাই যেন এক ধাক্কায় তাকে ছয় থেকে পরিণত কিশোরী করে তুলেছে।
কিন্তু তিয়ানার আর্জি কি শুনেছে তার বাবা-মা? তা অবশ্য এখনও জানা যায়নি।
২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি