মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২:১৬

হঠাৎ জ্বালানি তেলের দাম কত হলো জানেন?

হঠাৎ জ্বালানি তেলের দাম কত হলো জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : ওপেক প্লাস প্রত্যাশার তুলনায় ধীরগতিতে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ৩৫ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৬৬ দশমিক ৩৭ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৩২ সেন্ট বেড়ে ৬২ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়।

রোববার ওপেক প্লাস জানিয়েছে, অক্টোবর থেকে তারা দৈনিক মাত্র ১ লাখ ৩৭ হাজার ব্যারেল উৎপাদন বাড়াবে। এর আগে আগস্ট ও সেপ্টেম্বরে মাসে গড়ে ৫ লাখ ৫৫ হাজার ব্যারেল করে উৎপাদন বাড়ানো হয়েছিল। বিশ্লেষকরা এবার আরও বেশি বৃদ্ধির আশা করেছিলেন।

এদিকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়েও বাজারে সরবরাহ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ এ বিষয়ে আলোচনা চালাচ্ছে।

বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার তেল রপ্তানি কমিয়ে দিতে পারে, যা দাম আরও বাড়াতে সহায়ক হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনাও তেলের চাহিদা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে