বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৫:৫৪:৪১

জাপান সাগরে অজস্ত্র ক্ষেপণাস্ত্র ছুড়ছেন ক্ষ্যাপা কিম

জাপান সাগরে অজস্ত্র ক্ষেপণাস্ত্র ছুড়ছেন ক্ষ্যাপা কিম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া পূর্ব সাগর বা জাপান সাগরে বেশ কয়েকটি ক্ষুদ্রপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পরই এ সব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল পিয়ংইয়ং। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

কোরিয় উপদ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত উত্তর কোরিয়ার ওনস্যান নৌঘাঁটি থেকে এ সব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ১০টায় এ সব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুন স্যাং-গাইন।

অবশ্য ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা এবং প্রকৃতি সম্পর্কে সঠিক তথ্য এখনো পাওয়া যায় নি তবে সবগুলোই সাগরে পড়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে এবারের সব ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য জাপান সাগরকেই বেঁচে নিলেন উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানুয়ারি মাসে পরমাণু বোমার পরীক্ষা চালানো এবং গত মাসে উপগ্রহ নিক্ষেপের দায়ে বুধবার দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত ২০ বছরে দেশটির বিরুদ্ধে যে সব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মধ্যে এটিই সবচেয়ে কঠোর। এ ছাড়া, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার জের ধরে দেশটির ১২ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, উত্তর কোরিয়া বছরে ১০০ কোটি ডলারের বেশি মূল্যের কয়লা ও খনিজ পদার্থ রফতানি করতে পারবে না। এ নিষেধাজ্ঞার বাস্তবায়ন যাচাই করার লক্ষ্যে উত্তর কোরিয়া থেকে যাতায়াতকারী সব কার্গো পরীক্ষা করা হবে।
০৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে