শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৯:৪০

নতুন ফ্ল্যাগশিপ ট্রাই-ফোল্ড ফোন Huawei Mate XTs লঞ্চ

নতুন ফ্ল্যাগশিপ ট্রাই-ফোল্ড  ফোন Huawei Mate XTs লঞ্চ

আন্তর্জাতিক ডেস্ক : টেক ব্র্যান্ড HUAWEI চীনে তাদের নতুন ফ্ল্যাগশিপ ট্রাই-ফোল্ড  ফোন HUAWEI Mate XTs Ultimate Design লঞ্চ করেছে। এই ফোনটি গত বছর বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন হিসাবে পেশ করা Mate XT ফোনের পরবর্তী মডেল হিসাবে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে স্ট্রাকচার অনেকটা আগের মতো মনে হলেও প্রসেসর, ক্যামেরা সেট‌আপ সহ বেশ কিছু পার্থক্য রয়েছে।

Mate XTs Ultimate Design ফোনটি ফোল্ড করলে 6.4-ইঞ্চির FHD+ ডিসপ্লে পাওয়া যায়, হাফ-ওপেন করলে 7.9-ইঞ্চির 2K ডিসপ্লেতে পরিণত হয়। এক‌ইভাবে সম্পূর্ণ স্ক্রিন ওপেন করলে 3K রেজোলিউশন সহ 10.2-ইঞ্চির ট্যাবলেট সাইজ স্ক্রিন উপভোগ করা যায়।

এতে COE পিক্সেল সুপার লাইট-ট্রান্সমিটিং টেকনোলজি দেওয়া হয়েছে, এর ফলে পাওয়ার কনজাম্পশন 13% পর্যন্ত কমে যায়। এছাড়াও এই স্ক্রিন M-Pen 3 স্টাইলাস সাপোর্ট করে, ফলে ইউজাররা বাটনের মাধ্যমেও ফোনটি ব্যাবহার করতে পারবেন।

ফোনটির Tiangong hinge সিস্টেম ডুয়েল-ট্র্যাক লিঙ্কেজ ডিজাইনে তৈরি, যা আলট্রা-স্লিমনেস এবং বেশি মজবুতি দিতে সক্ষম। ফোনটির আউটার হিঞ্জের স্ট্রেন্থ 23% এবং ইনার হিঞ্জের স্ট্রেন্থ 16% পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়াও এই ট্রাই-ফোল্ড ফোনে ডবল-ইমপ্যাক্ট রেজিস্টেন্স করা হয়েছে, যার ফলে স্ক্রিন ডিউরেবিলিটি 30% বেড়ে গেছে। এতে আট দেয়ার বাফার স্ট্রাকচার, ফ্লেক্সিবল স্ক্রিন ডিজাইন এবং 2400MPa স্ট্রেন্থ সহ এয়ারোস্পেস-গ্ৰেড স্পেশাল স্টিল ব্যাবহার করা হয়েছে। ফোনটির হিঞ্জের অ্যাসেম্বলি এতটাই ভালো যে ইন্টারনাল এবং এক্সটারনাল উভয় ফোল্ডিঙে 0.1° অ্যাকিউরেসি পাওয়া যায়।

HUAWEI Mate XTs ফোনে কোম্পানি তাদের Kirin 9020 প্রসেসর যোগ করা হয়েছে। এটি আগের Kirin 9000 চিপের তুলনায় 36% ভালো পারফরমেন্স দিতে সক্ষম। এই ফোনটিতে 16GB RAM সহ 256GB, 512GB এবং 1TB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটি HarmonyOS 5.1 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে XMAGE ইমেজিং সিস্টেম দেওয়া হয়েছে। এতে f/1.4 থেকে f/4.0 ভেরিয়েবল অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 12MP 5.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স, 40MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2.5cm ম্যাক্রো মোড সহ 1.5MP মাল্টিস্পেক্ট্রাল সেন্সর যোগ করা হয়েছে।

এই ফোনটির ভেতরের দিকে 8MP ক্যামেরা রয়েছে। এতে আগের মডেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আপগ্রেড করে ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে, এর ফলে ডিটেইলস এবং কালার অ্যাকিউরেসি আরও ভালো পাওয়া যেতে পারে।

HUAWEI Mate XTs ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5600mAh সিলিকন-কার্বন অ্যানোড ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি 66W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং 7.5W ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটির জন্য এতে 5G SA/NSA, Wi-Fi 6, Bluetooth 5.2, GPS, NavIC, NFC এবং USB 3.1 Type-C রয়েছে। এই ফোনটি White, Purple, Black এবং Red কালারে লঞ্চ করা হয়েছে।

HUAWEI Mate XTs ফোনের প্রাথমিক দাম রাখা হয়েছে 17,999 ইউয়ান (প্রায় 2,22,220 টাকা)। এক‌ইভাবে ফোনটির টপ মডেল 21,999 ইউয়ান (প্রায় 2,71,600 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।

এছাড়া স্টাইলাস সেট সহ মডেল 22,499 ইউয়ান (প্রায় 2,77,735 টাকা দামে সেল করা হবে। আগামী 12 সেপ্টেম্বর থেকে চীনে এই ফোনটিসেল করা হবে। তবে স্টাইলাস সেট পাওয়া যাবে আগামী 16 সেপ্টেম্বর থেকে।

Huawei Mate XTs Ultimate Design ফোনটি ট্রাই-ফোল্ড ডিসপ্লে, স্ট্রং হিঞ্জ টেকনোলজি এবং আপগ্ৰেডেড ক্যামেরা সিস্টেমের দৌলতে ইউজারদের নজর কাড়বে। তবে দাম অনেকটাই বেশি হ‌ওয়ার কারণে এটিকে আলট্রা-প্রিমিয়াম সেগমেন্টে রাখা হতে পারে।

এখনও পর্যন্ত বাজারে এই ধরনের ফোন লঞ্চ হয়নি, তাই অন্য কোনো ফোনের সঙ্গে এই ফোনটির তুলনা করা উচিৎ হবে না। তবে ভবিষ্যতে আসন্ন Samsung, Tecno এবং Apple ট্রাই-ফোল্ড ফোনগুলির সঙ্গে এটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যারা চীনে আছেন এবং একটি ইউনিক ও প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চাইছেন এবং অতিরিক্ত দাম কোনো সমস্যা নয়, তাঁরা এই ফোনটি কিনতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে