বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৭:৫৫:১৫

প্রধানমন্ত্রীর কাছে দুই ক্ষুদে ছাত্রের চিঠি

প্রধানমন্ত্রীর কাছে দুই ক্ষুদে ছাত্রের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠাল দুই ক্ষুদে ছাত্র।  বাবা অসুস্থ দীর্ঘদিন ধরে।  ঘরে খাবার নেই, স্কুলে যাওয়ার পয়সা নেই, বাকি পড়েছে বাড়িভাড়াও।  আশেপাশে কারোর থেকে সাহায্য না পেয়ে শেষমেশ সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই চিঠি লিখল স্কুলপড়ুয়া দুই ভাই।

কাঁচা হাতে লেখা সেই চিঠির জবাবও এল তড়িঘড়ি।  তাদের বাবার সব চিকিত্‍সা প্রধানমন্ত্রীর দপ্তর বহন করবে বলে জানানো হয়েছে।

কানপুরের নউবাস্তা এলাকায় সঞ্জয় গান্ধি নগরের বাসিন্দা সুশান্ত মিশ্র ও তন্ময় মিশ্র।  দুই ভাই-ই স্কুলের নিচু ক্লাসে পড়ে। কিন্তু স্কুলের ফি জমা দিতে না পারায় নাম কাটা গেছে তাদের।  ফি দেবেই বা কোথা থেকে?

তাদের বাবা সরোজ মিশ্র গত ছয় মাস ধরেই শয্যাশায়ী।  তীব্র হাঁপানির কষ্টে কোনো কাজই করতে পারছেন না তিনি।  যে দর্জির দোকানে সহকারী হিসেবে কাজ করতেন, দীর্ঘ কামাইয়ে, সেই চাকরিও গেছে।

দু-বেলা দু-মুঠো খেতে পাওয়ার জোগাড় নেই, তারা স্কুলে কী করে পড়বে। বাকি পড়েছে বেশ কয়েক মাসের বাড়ি ভাড়াও।  ঘর খালি করে দিতে প্রায়ই শাসায় বাড়িওয়ালা।

পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য চেয়ে কিছুই মেলেনি।  তাই শেষমেশ তারা চিঠি লিখে সোজা দেশের প্রধানমন্ত্রীকেই।  দুই বালকের আবেদন ব্যর্থ হয়নি।  তাদের চিঠির উত্তর পাঠিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

জেলা হাসপাতালে সরোজ মিশ্রের চিকিত্‍সা হবে বলে আশ্বাস দিয়েছে পিএমও।  কানপুরের জেলা শাসক ও মেডিক্যাল অফিসারকেও সরোজ মিশ্রের যথাযথ চিকিত্‍সার সবরকম ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে পিএমও।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে