বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৮:১২:৩৬

বিস্ময় শিশু, ২০ বারেও জয়ী অদিতি!

বিস্ময় শিশু, ২০ বারেও জয়ী অদিতি!

আন্তর্জাতিক ডেস্ক : বিস্ময় শিশু! বয়স মাত্র ৪ মাস।  এরই মধ্যে দু’মাসে ২০ বার হার্টঅ্যাটাক।  চরম যন্ত্রণাতেও বাঁচার লড়াইয়ে বারবার জয়ী সে।  প্রতি মুহূর্তে জীবন সংকটের মধ্যদিয়ে যাচ্ছে মহারাষ্ট্রের সোলাপুরের অদিতি গিলবিলের।  চিকিত্‍‌সকরা জানিয়েছেন, অদিতির হার্টের অবস্থা খুব খারাপ। শিশুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে ৮ থেকে ৯ মাস বয়সের পর থেকে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।

জন্ম থেকেই বিরল হৃদরোগে আক্রান্ত ছোট্ট অদিতি।  ডাক্তারি পরিভাষায় রোগটির নাম অ্যানোমেলাস লেফট করোনারি আর্টারি ফ্রম পালমোনারি আর্টারি (ALCAPA), যার জেরে হার্টে রক্ত চলাচল ব্যাপক হারে কম থাকে।  বারবার হার্ট অ্যাটাক হয়।  বর্তমানে ভারতের প্রায় ৩ লাখ শিশু জন্মের পর এ ধরনের হৃদরোগে আক্রান্ত।  শিশুটিকে বাঁচাতে কঠিন অস্ত্রোপচারের পথেই হাঁটছেন চিকিত্‍‌সকরা।

অদিতির হার্টের এ অবস্থা প্রথম ধরা পড়ে জানুয়ারিতে।  তখন তার বয়স মাত্র ২ মাস।  অদিতির মা প্রীতি গিলবিলের কথায়, কয়েক দিন ধরেই লক্ষ্য করছিলাম, অদিতির খুব কষ্ট হচ্ছে।  শ্বাস নিতে গিয়ে মুখ বিকৃত হয়ে যাচ্ছে। শ্বাস নেয়ার সময় হাঁপানির মতো আওয়াজ হচ্ছে।  মাতৃদুগ্ধও খেতে পারছে না শ্বাসকষ্টের জন্য।  তখনই আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই।  পরীক্ষার পর এ মারাত্মক রোগটি ধরা পড়ে।'

আপাতত ৪ মাসের ছোট্ট অদিতিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা।  প্রত্যেক মুহূর্তই যে অদিতির বাঁচার লড়াই।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে