আন্তর্জাতিক ডেস্ক : Amazon তাদের Great Indian Festival Sale এর অফিসিয়াল টিজার পোস্টার জারি করেছে। আগামী 12 থেকে 17 সেপ্টেম্বর প্রতিদিন আলাদা আলাদা স্মার্টফোন ব্র্যান্ডের ডিল প্রকাশ্য করা হবে।
আজ অর্থাৎ 12 সেপ্টেম্বর iQOO ব্র্যান্ডের পালা এবং তাই জানানো হয়েছে সেলে কোম্পানির লেটেস্ট বাজেট রেঞ্জের iQOO Z10 Lite 5G ফোন দুর্দান্ত অফারে দেওয়া হবে। এই সেল চলাকালীন ফোনটি মাত্র 8,999 টাকা দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া iQOO Z10 Lite 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
এই ফেস্টিবেল সেল চলাকালীন iQOO Z10 Lite 5G ফোনটি মাত্র 8,999 টাকা দামে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের সমস্ত ভেরিয়েন্টে 1,000 টাকার ডিসকাউন্টের পাশাপাশি এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। এর মাধ্যমে পুরনো স্মার্টফোন সেল করে 10,000 হাজার টাকার চেয়ে বেশি ছাড় পাওয়া যাবে। তবে এই এক্সচেঞ্জ অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে দেওয়া হবে। এছাড়া ফোনটি EMI অপশনের মাধ্যমেও কেনা যাবে। অন্যদিকে যেসব ইউজাররা Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনবেন, তাঁরা 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন।
22 সেপ্টেম্বর থেকে Prime Members এই অফার উপভোগ করতে পারবেন। তবে 23 সেপ্টেম্বর থেকে সমস্ত ইউজারদের জন্য এই ডিসকাউন্ট জারি করা হবে।
iQOO Z10 Lite 5G ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 12,999 টাকা, 4GB RAM + 128GB স্টোরেজ অপশন 9,999 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে ডিসকাউন্টের পর ভ্যানিলা মডেল মাত্র 8,999 টাকা এবং টপ মডেল 11,999 টাকা দামে সেল করা হবে। একইভাবে 6GB RAM ভেরিয়েন্ট ডিসকাউন্ট সহ 9,999 টাকা দামে পাওয়া যাবে।
iQOO Z10 Lite 5G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে তীব্র রোঁদেও কন্টেন্ট উপভোগ করা যাবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছিল। আমাদের টেস্টে ফোনটি AnTuTu স্কোর 4,25,577 পেয়েছে।
এই ফোনটি 4GB, 6GB এবং 8GB RAM অপশনে সেল করা হয়। ফোনটিতে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM রয়েছে, এর ফলে 16GB পর্যন্ত মেমরি পাওয়া যায়। ফোনে UFS 2.2 ফিচারযুক্ত 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP প্রাইমারি Sony সেন্সর এবং 2MP বোকে লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6,000mAh বড় ব্যাটারি রয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আমাদের টেস্টে ব্যাটারি 16 ঘন্টা 52 মিনিট ব্যাকআপ দিয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী 5 বছর পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
এই প্রাইস রেঞ্জে iQOO Z10 Lite 5G ফোনটি বাজারে উপস্থিত Redmi 14C, Tecno Spark Go 5G এবং Samsung Galaxy M06 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় সম্মখিন হতে পারে। এই সমস্ত ফোনে 5G সাপোর্ট, বড় ব্যাটারি এবং দারুণ ক্যামেরা রয়েছে। তবে iQOO Z10 Lite ফোনটি দাম এবং শক্তিশালী ফিচার ও পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে থাকবে।
যারা কম দামে 5G সাপোর্টেড বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং বড় পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য iQOO Z10 Lite 5G ফোনটি ভালো অপশন। একইসঙ্গে ডিসকাউন্ট, এক্সচেঞ্জ এবং ক্যাশব্যাক অফার সহ আরও কম দামে ফোনটি পাওয়া যাবে।