মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৭:২১

এবার পানির দরে OnePlus এর যে স্মার্টফোন

এবার পানির দরে OnePlus এর যে স্মার্টফোন

আন্তর্জাতিক ডেস্ক : এই প্রাইস রেঞ্জে OnePlus 13 একটি অসাধারণ স্মার্টফোন। যারা শপিং সাইটের ফেস্টিবেল সেল শুরুর আগেই স্মার্টফোন কেনার কথা ভাবছেন, বর্তমানে ফ্লিপকার্টের মাধ্যমে 4,400 টাকার কম দামে OnePlus 13 স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। 

আগে থেকেই ভারতের বাজারে প্রিমিয়াম সেগমেন্টে OnePlus 13 স্মার্টফোনটি বেশ জনপ্রিয়। এবার ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেল শুরু হওয়া আগেই স্মার্টফোনটিতে ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই ডিসকাউন্টের পর স্মার্টফোনটির দাম আরও কমে গেছে। কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির দাম 4,400 টাকা পর্যন্ত কমানো হয়েছে। অর্থাৎ বর্তমানে এই স্মার্টফোনটি একটি অসাধারণ দামে পাওয়া যাবে।

2025 সালের জানুয়ারি মাসে OnePlus 13 স্মার্টফোনটির 12GB+256GB স্টোরেজ অপশন ভারতে 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটি মাত্র 65,599 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং ডেভিট কার্ড ব্যাবহার করে স্মার্টফোনটি কিনলে অতিরিক্ত 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। বর্তমানে স্মার্টফোনটির দাম আরও কমে একটি আকর্ষণীয় অপশন হয়ে উঠেছে।

OnePlus 13 স্মার্টফোনটিতে 6.82 ইঞ্চির এলটিপিও এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 2K+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং এইচডিআর 10+ সাপোর্ট করে। স্মার্টফোনটিতে 4,500 নিটস ব্রাইটনেস রয়েছে, ফলে তীব্র রোঁদে দুর্দান্ত ক্লিয়ার ভিজুয়াল পাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে স্মুথ পারফরমেন্স এবং হেভি গেমিঙের জন্য স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি রয়েছে এবং এতে 100W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য রেয়ার প্যানেলে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

যারা ভাবছেন এই স্মার্টফোনটি কেনা উচিৎ হবে কি না, এখনও পর্যন্ত এই সেগমেন্টে OnePlus 13 স্মার্টফোনটি একটি সেরা অপশন। এই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত রিয়েলমি জিটি 7 প্রো এবং আইকু 13 স্মার্টফোনগুলিতে প্রায় একইরকম পারফরমেন্স পাওয়া যায়, তবে ক্যামেরার দিক দিয়ে OnePlus 13 স্মার্টফোনটি এগিয়ে রয়েছে। 

তাই যারা ফটোগ্রাফি সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো অপশন। এই স্মার্টফোনটিতে IP68/IP69 রেটিং, 120Hz ডিসপ্লে, বিভিন্ন এআই ফিচার, স্মুথ সফটওয়্যার পারফরমেন্স, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, দ্রুত ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিঙের মতো ফিচার রয়েছে। যেসব ইউজাররা অসাধারণ এবং অলরাউন্ড ক্যামেরা সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য OnePlus 13 স্মার্টফোনটি একটি দারুণ অপশন হবে। একইসঙ্গে বর্তমানের জারি হওয়া ডিসকাউন্টের জন্য স্মার্টফোনটি আরও বেশি ভ্যালু ফর মানি হয়ে উঠেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে