মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৬:৪৮

পুজোর আগেই হঠাৎ ইলিশের কেজি কত হলো জানেন?

পুজোর আগেই হঠাৎ ইলিশের কেজি কত হলো জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : রান্না পুজোর আগেই ইলিশের দাম আকাশছোঁয়া। প্রতি কেজি ইলিশের দাম হয়েছে প্রায় ২২০০ টাকা। এই দাম আরও বাড়তে পারে। মৎসজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার এই দাম নিশ্চিত করেছেন‌।

সামনেই রান্না পুজো। মা মনসার আরাধনা করে ভাদ্র সংক্রান্তিতে হয় রান্না পুজো। সেই পুজোতে অনেকেই ইলিশ দিয়ে থাকেন। তবে এবার ইলিশ কিনতে গেলে গায়ে ছ্যাঁকা লাগতে পারে।

বিশ্বকর্মা পুজোর দিন রয়েছে এই রান্না পুজো। তবে এবছর ইলিশের দেখা নেই বললেই চলে। তার উপর আবহাওয়া খারাপ থাকায় বারবার সমুদ্র থেকে ফিরে আসতে হয়েছে মৎস্যজীবীদের।

ফলে রান্নাপুজোয় রুপোলি শস্য মিলবে তো, তা নিয়েই চিন্তায় আম বাঙালি। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত অনেক মৎস্যজীবীই মাছ ধরতে যেতে পারেননি।
ফলে রান্নাপুজোয় রুপোলি শস্য মিলবে তো, তা নিয়েই চিন্তায় আম বাঙালি। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত অনেক মৎস্যজীবীই মাছ ধরতে যেতে পারেননি।

ফলে রান্নাপুজোতে ইলিশের ঘাটতি কতটা পূরন করা যাবে তা নিয়ে সংশয়ে রয়েছেন খোদ মৎস্যজীবীরাই। গতবছর হিমঘরের ইলিশ দিয়ে কিছুটা হলেও ঘাটতি পূরণ করা গিয়েছিল। তবে দুর্গাপুজোর আগে শেষ ট্রিপে বের হবে মৎস্যজীবীরা। সেই ট্রিপ থেকে ফিরলে পুজোর আগে কিছু মাছ আসতে পারে।

রান্না পুজোর আগে ইলিশের দাম বাড়ছে নিশ্চিতভাবে। ফলে রান্নাপুজোতে ইলিশ কিনতে গিয়ে ইলিশের দাম শুনে গায়ে ছ্যাঁকা লাগতেই পারে আপনাদের। সেজন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে সকলকে। -নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে