বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০২:১৩

Apple MacBook শিক্ষার্থী এবং মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে চাহিদা বেশি হবে

Apple MacBook শিক্ষার্থী এবং মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে চাহিদা বেশি হবে

আন্তর্জাতিক ডেস্ক : প্রযুক্তি জায়ান্ট অ্যাপল একটি সাশ্রয়ী মূল্যের ম্যাকবুক নিয়ে আসছে। টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিং-চি কুও এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন এই ডিভাইসটি ২০২৭ সালের মধ্যে টাচস্ক্রিন সুবিধা নিয়ে বাজারে আসতে পারে।

সাশ্রয়ী ম্যাকবুক

এটি অ্যাপলের জন্য একটি বড় কৌশলগত পরিবর্তন। কারণ, কোম্পানিটি এতদিন ম্যাকবুকে টাচস্ক্রিন দেওয়া এড়িয়ে চলেছে। এই সিদ্ধান্ত আইপ্যাডের বাজার রক্ষার্থে নেওয়া হয়েছিল বলে মনে করা হয়।

টাচস্ক্রিন ম্যাকবুক প্রজেক্টের বিস্তারিত তথ্য
মিং-চি কুও তার এক্স অ্যাকাউন্টে এই ভবিষ্যদ্বাণী শেয়ার করেছেন। তিনি বলেছেন, প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক প্রো ২০২৬ সালে উৎপাদনে আসবে। এরপর ২০২৭ সালে সাশ্রয়ী মডেলটি বাজারে আসবে।

অ্যাপল দেখেছে যে ব্যবহারকারীরা উৎপাদনশীলতার জন্য টাচস্ক্রিন পছন্দ করেন। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এটি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

বর্তমানে অ্যাপলের ম্যাকবুক এয়ার সিরিজ বেশ সাশ্রয়ী হয়ে উঠেছে। এম৪ চিপসেটের ১৩-ইঞ্চি মডেল এখন ৭৯৯ ডলারে পাওয়া যাচ্ছে। নতুন মডেলটি আরও কম দামে আসবে।

কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ?
এটি অ্যাপলের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। টাচস্ক্রিন যুক্ত হলে ম্যাকবুক এবং আইপ্যাডের মধ্যে পার্থক্য আরও কমে আসবে। ব্যবহারকারীরা ল্যাপটপ এবং ট্যাবলেটের সমন্বিত সুবিধা পাবেন।

তবে এই পরিবর্তনের জন্য অ্যাপলকে তার ম্যাকওএস অপারেটিং সিস্টেমে বড় পরিবর্তন আনতে হতে পারে। কারণ, বর্তমান সিস্টেমটি মূলত কি-বোর্ড এবং মাউসের জন্য ডিজাইন করা হয়েছে।

**বিশ্লেষকরা মনে করেন**, এই পদক্ষেপ অ্যাপলকে আরও বেশি ব্যবহারকারী কাছে পৌঁছাতে সাহায্য করবে। বিশেষ করে শিক্ষার্থী এবং মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে এর চাহিদা বেশি হবে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে