বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৫:০৬

শ্যালক-দুলাভাই পালালেন একে অপরের বউ নিয়ে!

শ্যালক-দুলাভাই পালালেন একে অপরের বউ নিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর কাছে লুকিয়ে দীর্ঘদিন ধরে শ্যালিকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন স্বামী। শেষ পর্যন্ত শ্যালিকাকে নিয়েই পালিয়ে যান তিনি। গত ২৩ আগস্ট এ ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি সামনে এসেছে। এমন ঘটনার প্রতিশোধ নিতে দুলাভাইয়ের বোনকে নিয়ে আবার পালিয়ে যান শ্যালক। ভারতের উত্তরপ্রদেশের বরেলীর দেওরানিয়ান থানা এলাকার কমলুপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে এলাকায় হইচই শুরু হলে শেষ পর্যন্ত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উভয় পরিবারের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।

পুলিশ আরও জানায়, কমলুপুর গ্রামের বাসিন্দা কেশব কুমার (২৮) ছয় বছর আগে বিয়ে করেন। বর্তমানে তার দুটি সন্তানও রয়েছে। কিন্তু সম্প্রতি শ্যালিকা কল্পনার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। গত ২৩ আগস্ট ১৯ বছর বয়সী কল্পনাকে নিয়ে সে পালিয়ে যায়। এতে উভয় পক্ষের লোকজন তাদের খোঁজে তল্লাশি শুরু করে। তবে এ ঘটনার পরের দিন কেশবের ১৯ বছর বয়সী বোনকে নিয়ে ঘর ছাড়েন কেশবের শ্যালক রবীন্দ্র।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দুই যুগল পরপর পালিয়ে যাওয়ার ঘটনায় উভয় পরিবারই হতবাক হয়ে যায়। দুপক্ষ থেকেই নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ তদন্তে নেমে গত ১৪ এবং ১৫ সেপ্টেম্বর তাদের খুঁজে বের করে এবং পরিবারের মধ্যস্থতায় এর সমাধান করে।

পুলিশ কর্মকর্তা অরুণ কুমার শ্রীবাস্তব জানান, পালিয়ে যাওয়া যুগলদের খুঁজে বের করার পর সমস্যা সমাধানের জন্য দুই পরিবারের সদস্যরা থানায় আসেন। তবে তাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। উভয় পরিবারই যুগলদের সম্পর্ক মেনে নিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে