শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৪:০২

উপচে পড়া ভিড়, ক্রেতাদের তুমুল মারামারি নতুন আইফোন ১৭ কিনতে!

উপচে পড়া ভিড়, ক্রেতাদের তুমুল মারামারি নতুন আইফোন ১৭ কিনতে!

আন্তর্জাতিক ডেস্ক : নতুন আইফোন ১৭ কিনতে ক্রেতা এবং প্রযুক্তিপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে ভারতের মুম্বাইয়ের অ্যাপল স্টোরে। এতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এমনকি আইফোন ১৭-এর জন্য মরিয়া ত্রেতাদের মারামারিতে জড়াতেও দেখা গেছে। 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, শুক্রবার সকালে মুম্বাইয়ের বান্দা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোরের বাইরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে আছেন। অতিরিক্ত ভিড়ের মধ্যেই বেশ কয়েকজন একে অপরকে চড় মারছেন এবং আঘাত করছেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে নিরাপত্তা কর্মীরা। 

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার থেকে ভারত জুড়ে তার নতুন লঞ্চ হওয়া আইফোন ১৭ সিরিজের বিক্রি শুরু করেছে অ্যাপল, যার ফলে মুম্বাই এবং দিল্লির ফ্ল্যাগশিপ স্টোরগুলোতে ত্রেতাদের প্রচুর ভিড় এবং দীর্ঘ লাইন দেখা গেছে।

ক্রেতাদের অভিযোগ, নিরাপত্তার অভাবের কারণেই বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। 

আহমেদাবাদ থেকে আইফোন ১৭ কিনতে আসা মোহন যাদব জানান, তিনি ভোর ৫টা থেকে অপেক্ষা করছেন এবং অনেকেই লাইন না ধরেই সামনে যাওয়ার চেষ্টা করছেন, যার ফলে প্রবেশপথে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘আমি সকাল থেকে অপেক্ষা করছিলাম। লাইনে দাঁড়িয়ে আছি... কিন্তু এখানকার নিরাপত্তার কোনও দায়িত্ব নেই। মানুষ লাইন ভাঙছে। নিরাপত্তা কর্মকর্তাদের দায়িত্ববোধের অভাবের কারণে যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা পণ্যটি কেনার সুযোগ পায় না।’ 

অন্যদিকে রাজধানী নয়াদিল্লির সাকেতে অবস্থিত সিলেক্ট সিটিওয়াক মলে অ্যাপল আউটলেটের বাইরেও একই রকম ভিড় দেখা গেছে, যেখানে ক্রেতারা নতুন আইফোন কেনার জন্য রাতভর অপেক্ষা করেছিলেন। কয়েক হাজার মানুষ রাস্তার বাইরে লাইনে দাঁড়িয়ে মল খোলার অপেক্ষায় ছিলেন, যাতে তারা আইফোনের সর্বশেষ মডেলটি কেনার ক্ষেত্রে প্রথম হতে পারেন।

এছাড়াও বেঙ্গালুরুর অ্যাপল স্টোরে ভিড় দেখা গেলও, মেখানে বিশৃঙ্খলা কম ছিল।

প্রসঙ্গত, চলতি মাসে মার্কিন প্রযিুক্তি জ্যায়ান্ট অ্যাপল তাদের আইফোন ১৭-এর চারটি মডেল- আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার লঞ্চ করেছে। ভারতে এই ফোনগুলোর দাম ৮২ হাজার ৯০০ রুপি  থেকে ২ লাখ ৩০ হাজার রুপি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সূত্র: এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে