আন্তর্জাতিক ডেস্ক : স্মার্টফোন বাজারে ক্যামেরার দিক থেকে গুগল পিক্সেল ফোনের সুনাম দুনিয়াজোড়া। বিশেষজ্ঞরা বলছেন, ক্যামেরা কোয়ালিটির দিক থেকে গুগল পিক্সেলকে সেরা বলা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে—এত নামডাকের পরও এই ফোনের বিক্রি বিশ্বজুড়ে হাতেগোনা! প্রশ্ন উঠছে, তাহলে কেন ক্রেতাদের মন জিততে পারছে না গুগলের পিক্সেল?
গুগলের কৌশলগত সিদ্ধান্ত
বিশ্লেষকদের দাবি, গুগল চাইলে খুব সহজেই বিশ্বের সেরা স্মার্টফোন বানাতে পারত। কারণ তাদের হাতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং নিজস্ব হার্ডওয়্যার—দুটোই আছে। তবুও তারা ইচ্ছে করে পিক্সেলকে বাজারে শীর্ষস্থানে নিয়ে যায়নি। মূলত ব্যবসায়িক স্বার্থেই এমন কৌশল নিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল।
কেন পিছিয়ে পিক্সেল?
যেখানে স্যামসাং, শাওমি কিংবা ভিভোর মতো ব্র্যান্ড একের পর এক নতুন ফিচার দিয়ে গ্রাহকদের আকর্ষণ করছে, সেখানে পিক্সেলের ফিচার অনেক সীমিত। অনেক গুরুত্বপূর্ণ সুবিধা নেই বললেই চলে। ফলে যারা অ্যান্ড্রয়েড ফোনে নতুনত্ব চান, তাদের চোখে পড়ছে না পিক্সেল।
আরও মজার বিষয় হচ্ছে, অ্যান্ড্রয়েডের নতুন কোনো ফিচার বাজারে এলে সেটা সবার আগে দেখা যায় স্যামসাং ফোনে, গুগল পিক্সেলে নয়। এতে করে ক্রেতাদের মধ্যে সন্দেহ তৈরি হয়, গুগল আসলে নিজের ফোনকে গুরুত্ব দিচ্ছে তো?
আসল কারণ কী?
বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগলের সবচেয়ে বড় ব্যবসা। পৃথিবীর কোটি কোটি স্মার্টফোন এই সিস্টেম ব্যবহার করছে। যদি গুগল নিজেই বাজারে সেরা ফোন বানিয়ে ফেলে, তাহলে স্যামসাং-সহ অন্যান্য ব্র্যান্ড অ্যান্ড্রয়েডের উপর নির্ভরশীলতা কমিয়ে ফেলতে পারে। তাতে মার খাবে গুগলের আসল ব্যবসা—অ্যান্ড্রয়েড সফটওয়্যার।
ফলে কৌশলগত কারণে গুগল কখনোই পিক্সেলকে বিশ্বের এক নম্বর ফোন বানাচ্ছে না। বিক্রি কম হলেও তারা লাভ করছে সফটওয়্যার থেকেই, আর সেটাই তাদের প্রধান টার্গেট।