আন্তর্জাতিক ডেস্ক : 7000mAh ব্যাটারি সহ 5G ফোন কেনার কথা ভাবছেন তবে Realme 15T আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। রিয়েলমি ১৫টি ফোনের সেল আজ 6 সেপ্টেম্বর থেকে প্রথমবার বিক্রি করা হবে।
রিয়েলমি ১৫টি ফোনের বিশেষত্ব হল 7000mAh এর বড় ব্যাটারি। রিয়েলমি ১৫টি ফোন 20,000 টাকার শুরুর দামে লঞ্চ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি ১৫টি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
ভারতে Realme 15T ফোনের দাম কত এবং সেল অফার কী
লেটেস্ট রিয়েলমি ১৫টি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনটি আজ ৬ সেপ্টেম্বর দুপুর 12টা থেকে Flipkart, রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
8GB RAM + 128GB স্টোরেজ: 20,999 টাকা
8GB RAM + 256GB স্টোরেজ: 22,999 টাকা
12GB RAM + 256GB স্টোরেজ: 24,999 টাকা
সেল অফারের আওতায় রিয়েলমি ১৫টি ফোনটি ব্যাঙ্ক অফারে 2000 টাকা সস্তায় কেনা যাবে। ছাড়ের পর ফোনটি 18,999 টাকার শুরু দামে কেনা যাবে। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। কোম্পানি গ্রাহকদের প্রিবুকিং অফার হিসেবে রিয়েলমি ১৫টি ফোনের সাথে Realme Buds T01 TWS ইয়ারফোন ফ্রি দিচ্ছে।