আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের বাজারে Samsung Galaxy A17 5G মডেলটি 18,999 টাকায় লঞ্চ করেছে স্যামসাঙ। এবার কেনিয়ার একটি রিটেইলার ওয়েবসাইটে এলটিই-ওনলি Samsung Galaxy A17 4G মডেল দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। তবে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A17 4G ফোনের ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy A17 4G এর দাম ও ভ্যারিয়েন্ট
Samsung Galaxy A17 4G এর ডিসপ্লে
প্রসেসর ও সফটওয়্যার
ক্যামেরা সেটআপ
ব্যাটারি ও চার্জিং
লঞ্চিং ও প্রতিদ্বন্দ্বী ফোন
Samsung Galaxy A17 4G এর দাম ও ভ্যারিয়েন্ট
রিটেইলার ওয়েবসাইটে Samsung Galaxy A17 4G ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লিস্টেড হয়েছে। এর দাম রাখা হয়েছে KSH 22,999, যা ভারতীয় মুদ্রায় প্রায় 15,500 টাকা। ফোনটি Black, Blue এবং Gray এই তিনটি কালার অপশনে উপলব্ধ।
ভারতে লঞ্চ হওয়া Galaxy A17 5G মডেলের দাম হলো:
6GB RAM + 128GB স্টোরেজ: 18,999 টাকা
8GB RAM + 128GB স্টোরেজ: 20,499 টাকা
8GB RAM + 256GB স্টোরেজ: 23,499 টাকা
Samsung Galaxy A17 4G এর ডিসপ্লে
ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির Full HD+ সুপার AMOLED ডিসপ্লে। ওয়াটারড্রপ নচ ডিজাইনের এই স্ক্রিনে রয়েছে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট। ভারতের Galaxy A17 5G মডেলেও একই ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
প্রসেসর ও সফটওয়্যার
Galaxy A17 5G মডেলে ব্যবহৃত হয়েছে Exynos 1330 প্রসেসর।
অন্যদিকে, Samsung Galaxy A17 4G এ রয়েছে MediaTek Helio G99 প্রসেসর।
এই 6nm প্রসেসরে রয়েছে 8-কোর CPU, যা সর্বোচ্চ 2.2GHz ক্লক স্পিডে কাজ করে। ফোনটি এসেছে Android 15 এবং One UI 7 সহ।
স্যামসাঙ প্রতিশ্রুতি দিয়েছে এই সিরিজের উভয় মডেলেই থাকবে 6 জেনারেশন OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট।
ক্যামেরা সেটআপ
Samsung Galaxy A17 4G ফোনে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ—
50MP প্রাইমারি সেন্সর
5MP আল্ট্রা ওয়াইড লেন্স
2MP ম্যাক্রো সেন্সর
সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং
ফোনটিতে দেওয়া হয়েছে 5,000mAh ব্যাটারি। যদিও বর্তমানে অনেক কোম্পানি 6,500mAh বা 7,000mAh ব্যাটারি সহ ফোন আনছে, তবে এই মডেলে রয়েছে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট।
লঞ্চিং ও প্রতিদ্বন্দ্বী ফোন
আগেই জানানো হয়েছে, Samsung Galaxy A17 4G ভারতের বাজারে লঞ্চ হবে না। তবে 20 হাজার টাকার বাজেট রেঞ্জে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে Galaxy A17 5G। এটি প্রতিদ্বন্দ্বিতা করবে Redmi Note 14 5G, Moto G86 Power, এবং realme Narzo 80 Pro মডেলগুলোর সঙ্গে।