আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়। দেশটির রয়্যাল কোর্টের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আল আরাবিয়া।
রয়্যাল কোর্ট এক বিবৃতিতে জানায়, ‘তার মৃত্যুতে সৌদি আরবসহ পুরো মুসলিম বিশ্ব এক বিশিষ্ট আলেমকে হারাল। তিনি ইসলামী জ্ঞানচর্চা ও মুসলিমদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সৌদি জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শোক জ্ঞাপন করেছেন।
গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ সৌদি আরবের সিনিয়র আলেম পরিষদের সভাপতি ছিলেন। স্থানীয় সময় আজ আসরের পর রাজধানী রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বাদশাহ সালমানের নির্দেশে আসরের পর মক্কা ও মদিনাসহ পুরো সৌদি আরবের মসজিদগুলোতে তার গায়েবানা জানাজাও পড়ানো হবে।