বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮:১৯

চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণ, লাইনচ্যুত ছয়টি বগি

 চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণ, লাইনচ্যুত ছয়টি বগি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বালুচিস্তানের মাস্টাঙ্গে স্পিজেন্ড এলাকায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কোয়েটাগামী জাফর এক্সপ্রেস ট্রেনে বোমা বিস্ফোরণে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খবর ডনের।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পেশাওয়ার থেকে আসা ট্রেনের ছয়টি বগি রেললাইনে বিস্ফোরণের পর লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়, এতে যাত্রীদের মধ্যে পাঁচজন আহত হন।

এটি একই এলাকায় মাত্র ১০ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিস্ফোরণ। একই দিন সকালে কোয়েটা রেলওয়ে স্টেশন থেকে পেশাওয়ারগামী ট্রেন ছাড়ার সময় মূল লাইনের কাছে একটি বিস্ফোরণ ঘটেছিল। ওই সময় ট্রেন সাময়িকভাবে থামানো হলেও ট্র্যাকের ক্ষতি না হওয়ায় পরে চলাচল শুরু করে।

পুলিশ জানিয়েছে, স্পিজেন্ড এলাকায় ট্র্যাকের ওপর একটি বিস্ফোরক বসানো হয়েছিল, যা কোয়েটাগামী ট্রেনের পারাপারের সময় ফাটানো হয়।

অন্যদিকে, নিরাপত্তা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের কাছের স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। বিস্ফোরণের সময় ট্রেনে মোট ২৭০ জন যাত্রী ছিলেন।

রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামত নিরাপত্তা পর্যালোচনার পর বুধবার থেকে শুরু হবে এবং এ সময় ট্রেন চলাচল স্থগিত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে