শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০৯:১৭:৫১

চীন-মার্কিন উত্তেজনা চরমে, উস্কানির সঙ্গী ভারত-জাপান

চীন-মার্কিন উত্তেজনা চরমে, উস্কানির সঙ্গী ভারত-জাপান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন-চীন সম্পর্কে মারাত্মক টানাপড়েন চলছে। এই উত্তেজনায় কয়েক দিন পর পরই উস্কানি দিচ্ছে আমেরিকা। ফলে দিন দিন উত্তেজনা বাড়ছেই। এর সাথে নতুন করে যোগ হলো দক্ষিণ চীন সাগরের বিতর্কিত চীনা দ্বীপের কাছে সামরিক মহড়া চালানোর সব আয়োজন শেষ করেছে ওয়াশিংটন। আগামী কয়েকদিনের মধ্যে ভারত ও জাপানকে নিয়ে এ মহড়া শুরু করবে মার্কিন বাহিনী।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস জানিয়েছেন, এবারের মহড়ার নাম দেয়া হয়েছে ‘মালাবার’ এবং এ মহড়া ফিলিপাইন সাগরের উত্তরাংশে অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কে মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ২০১৪ সাল থেকে ভারত ও আমেরিকার নৌবাহিনীর মধ্যে বার্ষিক যে মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে তারই অংশ হিসেবে এবারের মহড়া হতে যাচ্ছে। তবে এবারের মহড়ায় জাপানও অংশ নেবে।

দিল্লিতে সংবাদ সম্মেলনে অ্যাডমিরাল হ্যারিস জাপানের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, টোকিওর মতো সামরিক শক্তির অংশগ্রহণের কারণে এবারের মহড়ার জটিলতা বেড়েছে এবং আমেরিকা ও ভারতের জন্য জাপানের সঙ্গে কাজ করার সুযোগ আসছে।

অ্যাডমিরাল হ্যারিস বলেন, প্রতি বছর ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগর দিয়ে ৫.৩ ট্রিলিয়ন ডলার অর্থের বাণিজ্যিক পণ্য আসা-যাওয়া করে। আসন্ন মহড়ার মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে