শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৭:৩২

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভয়ংকর বিপদে পড়লেন যুবক

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভয়ংকর বিপদে পড়লেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে সম্প্রতি এক যুবক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। রাতের অন্ধকারে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে নদীর ধারে যাওয়ার সময় হঠাৎ নদীর পানির স্তর বেড়ে যায়। প্রাণ বাঁচাতে যুবককে অবলম্বন হিসেবে একটি বৈদ্যুতিক খুঁটিতে চড়ে থাকতে হয়।খবর ইন্ডিয়া টুডের।

ভিডিওতে দেখা যায়, হাফ প্যান্ট ও গেঞ্জি পরে যুবকটি বৈদ্যুতিক খুঁটিতে শক্তভাবে ধরে আছেন, নিচ দিয়ে প্রবল গতিতে নদীর স্রোত বয়ে যাচ্ছে। খুঁটি থেকে পড়লে মুহূর্তের মধ্যে নদীর স্রোতে ভেসে যেতেন তিনি।

পরের দিন ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (National Disaster Response Force) উদ্ধার অভিযান পরিচালনা করে। ড্রোনের মাধ্যমে যুবকের কাছে দড়ি পৌঁছে দেওয়া হয়, যার সাহায্যে তিনি নিরাপদে উদ্ধার হন।

এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে উদ্বেগ ও সহমর্মিতা সৃষ্টি করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে