শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ১০:৪৯:৫৮

সবগুলো পরমাণু অস্ত্র তাক করার নির্দেশ কিমের, শুরু হতে পারে যুদ্ধ!

সবগুলো পরমাণু অস্ত্র তাক করার নির্দেশ কিমের, শুরু হতে পারে যুদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক : সবগুলো পরমাণু অস্ত্র তাক করে রাখার জন্য সেনাদের নির্দেশ দিয়েছেন কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শত্রুর ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে ‘আগে আক্রমণ’ নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ খবর দিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে বিচ্ছিন্ন দেশটির ওপর  জাতিসংঘ বুধবার নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর এসব নির্দেশনা দিলেন কিম। সাম্প্রতিক দিনগুলোতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি পেয়েছেন। এর ফলে আরেকটি পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে।

কেসিএনএ জানায়, নতুন রেকট উৎক্ষেপণ উপলক্ষে সামরিক মহড়া তদারকিকালে কিম এসব কথা বলেন। তবে কবে তিনি এসব কথা বলেছেন তা উল্লেখ না করা হলেও খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া এই নতুন অস্ত্রের আওতায় রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায় যে, উত্তর কোরিয়া তাদের উপকূল থেকে ১৫০ কিলোমিটার দূরের সাগরে কয়েকটি রকেট উৎক্ষেপণ করেছে।

কিম বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের মান ও সংখ্যা দুটোই বাড়াতে হবে এবং ‘জাতীয় প্রতিরক্ষার স্বার্থে পরমাণু অস্ত্র সবসময় এমনভাবে মোতায়েন এবং স্ট্যান্ডবাই রাখতে হবে যাতে যে কোনো সময় নিক্ষেপ করা যায়।’

কিম বলেন, এখন সময় এসেছে আমাদের সামরিক পাল্টা আঘাতের ধরন বদলে ফেলে সব দিক থেকে শত্রুকে আগে আঘাত করার (পি-এমিটভ অ্যাটাক)।

উত্তর কোরিয়া এর আগে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের ওপর আগে আঘাত হানার ঘোষণা দিয়েছে। তবে উত্তর কোরিয়ার এসব ঘোষণাকে অনেক বিশেষজ্ঞই বাগাড়ম্বর বলে মনে করেন।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে