শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০৩:১০:১১

পাকিস্তান জিন্দাবাদ বললেই গর্দান কেটে ফেলা হবে : দিলীপ

পাকিস্তান জিন্দাবাদ বললেই গর্দান কেটে ফেলা হবে : দিলীপ

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন ‘আইএস’ আর ভারতীয় মৌলবাদ গোষ্ঠি ‘আরএসএস’র মধ্যে কোনও পার্থক্য নেই। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রধান দিলীপ ঘোষের সাম্প্রতিক এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে এ ভাবেই দিলীপ ঘোষকে আক্রমণ করে কথা বলেছেন কংগ্রেস প্রধান অধীর চৌধুরি।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য বিজেপির প্রধান দিলীপ ঘোষ বীরভূমের এক সভায় এক বিস্ফোরক মন্তব্য করেন। ফেসবুকে করা একটি পোস্টের কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, কেউ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিলে, তাকে ওপরের দিক থেকে ৬ ইঞ্চি ছোট করে দেওয়া হবে।

সম্প্রতি ‌যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জেএনইউ ছাত্র কানহাইয়া কুমারের গ্রেফতারির প্রতিবাদে মিছিল বের হয়। সেই মিছিলে কাশ্মীরের সমর্থনেও স্লোগান ওঠে। তা নিয়ে রাজ্য বিজেপি সরব হয়ে ওঠে। রাহুল সিনহা থেকে শুরু করে দিলীপ ঘোষরা এ নিয়ে একের পর এক গরম বিবৃতি দিতে থাকেন। সে সময় দিলীপ ঘোষ ‌যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থীকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন।

সেখান থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা এ রাজ্যে ক্ষমতায় নেই। ক্ষমতায় থাকলে ‌যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারতবিরোধী ছাত্রদের কলার ধরে বের করে দিতাম। যে সব শিক্ষকরা ওদের সমর্থন করছেন তাদেরও বের করে দেওয়া হতো। এছাড়াও তিনি বুধবার ইলামবাজরে এক সভায় বলেন, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হলেন মাথা থেকে ছয় ইঞ্চি কেটে নেওয়া হবে।

এ ব্যপারে প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিমও। সংসদের বাইরে সেলিম বলেন, এ ভাবেই পাকিস্তানে তালিবানরা আর ভারতে সংঘপরিবার কী ভাবে মানুষের মাথা কটাতে হবে তার শিক্ষা দেয়।
৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে