আন্তর্জাতিক ডেস্ক: প্রবাসী গ্রেপ্তারসৌদি আরবে বড় পরিসরের অভিযানে এক সপ্তাহের মধ্যে ১৮ হাজার ৬৭৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক, তবে অন্যান্য দেশেরও কয়েকজন রয়েছেন।
মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থা অভিযানে অংশ নেয়।
অভিযানে—
আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ধরা হয়েছে ১০ হাজার ৬৭৩ জনকে,
এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৪ হাজার ১৭৮ জনকে আটক করা হয়।
এ ছাড়া ১ হাজার ৪৭৯ জনকে অবৈধভাবে সৌদিতে প্রবেশের সময় গ্রেপ্তার করা হয়।
আরও ৫২ জনকে অন্য দেশে পালানোর চেষ্টা করার সময় ও ১৭ জনকে আশ্রয় বা পরিবহনের অভিযোগে আটক করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে এবং দেশটির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।