শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০৪:৫৬:১২

এবার ট্রাম্পকে ব্যঙ্গ করে যা বললেন টেক্সাসের সিনেটর

এবার ট্রাম্পকে ব্যঙ্গ করে যা বললেন টেক্সাসের সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের বিতর্কেও উঠে এল যোগ ব্যায়াম প্রসঙ্গ। ওই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে বুক ভরে শ্বাস নেয়ার পরামর্শ দিলেন তার সঙ্গে বিতর্কে নামা টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। দু'জনের মধ্যে হাড্ডাহাড্ডি বাকযুদ্ধ চলছিল সুপ্রিম কোর্ট নিয়ে। সেখানে ট্রাম্পের উদ্দেশ্যে ক্রুজ-এর মন্তব্য, শ্বাস নিন। শ্বাস নেয়ার শব্দকরে ব্যঙ্গ। আপনি শ্বাস নিতে পারেন। জানি, পরিশ্রম হচ্ছে।

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আরেক দাবিদার, সিনেটর মার্কো রুবিও মাঝখান থেকে বলে উঠলেন, যোগ হয়ে গেলে একটা প্রশ্নের উত্তর দিতে পারি? ক্রুজের সরস মন্তব্য, না। এই মঞ্চে যোগ ব্যায়াম দেখতে চাই না। রুবিও বলেন, উনি (ক্রুজ) অবশ্য খুব নমনীয়। সুতরাং কি হয়, বলা যায় না। হাসির রোল ওঠে দর্শকাসন থেকে।
০৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে