বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ০৩:২৭:৫২

ওয়েবসাইটে ঢুকলেই কুকিজ আসে? যে বিপদে পড়তে পারেন অনুমতি দিয়ে!

ওয়েবসাইটে ঢুকলেই কুকিজ আসে? যে বিপদে পড়তে পারেন অনুমতি দিয়ে!

আমরা নানান কাজে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি। দেখা যায় ওয়েবসাইটে ঢুকলেই কুকিজ আসে। কিছু ক্ষেত্রে এটি ইগনোর করার অপশন থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে বাধ্য হয়ে অনুমতি দিতে হয়। জানেন কি, এতে সুবিধা কিংবা অসুবিধা কি? অনেক সময় কুকিজ অনুমতি দিয়ে বিপদের কারণ হতে পারে।

আগে আসুন জেনে নেই এই কুকিজ অপশন আসলে কী কাজে লাগে। এই ডায়ালগ বক্স নির্ধারণ করে যে কোনো ওয়েবসাইট আপনার জন্য কীভাবে কাজ করবে। আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংরক্ষণ করা হবে। যদিও এটি আপনাকে বারবার লগ ইন করার ঝামেলা থেকে বাঁচাতে পারে, এটি বারবার বিজ্ঞাপনের দিকেও নিয়ে যেতে পারে।

কুকি হলো ছোট ফাইল যা ওয়েবসাইটগুলো আপনার ডিভাইসে সংরক্ষণ করে। তাদের প্রাথমিক উদ্দেশ্য হলো, ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য সঠিক ওয়েবসাইটের কার্যকারিতা নিশ্চিত করার জন্য তথ্য সংরক্ষণ করা।

যদি আপনি একটি পপ-আপ প্রদর্শিত হলে একসেপ্ট অল নির্বাচন করেন, তাহলে আপনি সব ধরনের কুকিতে ফুল অ্যাক্সেস পাবেন। এর অর্থ হলো, বিজ্ঞাপনদাতা ও থার্ড পার্টি আপনার ব্রাউজিং হিস্ট্রি পর্যবেক্ষণ করতে পারে। এই তথ্যের উপর ভিত্তি করে লক্ষ্যবস্তু বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে।

সব কুকিজ ডিকলাইন করলে আপনার গোপনীয়তা বজায় থাকবে, তবে আপনার ওয়েবসাইটের অভিজ্ঞতা সীমিত হতে পারে। আপনি প্রতিবার লগ ইন করার মতো সমস্যার সম্মুখীন হতে পারেন।

তবে মনে রাখবেন, এই কাজ করতে গিয়ে যেন কোনো সাইবার ফ্রডের শিকার না হন। সেই ক্ষেত্রে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। একসেপ্ট অল নির্বাচন করলে বা আপনি কুকিজের অনুমতি দিলে বিজ্ঞাপনদাতা ও থার্ড পার্টি আপনার ব্রাউজিং হিস্ট্রি পর্যবেক্ষণ করবে। ফলে আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হতে পারে। যা পরে আপনাকে বিপদে ফেলতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে