শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০৬:৩৩:০৩

যেকোনো সময় পরমাণু হামলা, হুঙ্কার ক্ষ্যাপা কিমের

যেকোনো সময় পরমাণু হামলা, হুঙ্কার ক্ষ্যাপা কিমের

আন্তর্জাতিক ডেস্ক : যে কোনো সময়ে পরমাণু হামলা জন্যে প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এমনকি শত্রুপক্ষের মোকাবিলা করতে উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, মূলত জাতিসংঘকে চাপে রাখতেই নয়া রণকৌশল নিয়েছেন কিম। এটা তারই একটা অঙ্গ বলে মনে করা হচ্ছে।

একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে যে ভাবে নিজেদের শক্তি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠছে উত্তর কোরিয়া, তাতে গোটা বিশ্বে একটা অশান্তির আবহ তৈরি হচ্ছে। সেদিকে তাকিয়ে বুধবার উত্তর কোরিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কার্যত জাতিসংঘকে জবাব দিতে সেদিনই দক্ষিণ কোরিয় উপকূলে একগুচ্ছ স্বল্পপাল্লার মিসাইলের পরীক্ষা চালায় কিম। যা নিয়ে নতুন করে আবারো অশান্তির অবাহ তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার যে কোনো মুহূর্তে পরমাণু হামলার জন্যে প্রস্তুত থাকার নির্দেশ কিমের।

উত্তর কোরিয়ার সামরিক অনুশীলন পরিদর্শনের সময়ে এই নির্দেশ দেন কিম। নতুন তৈরি রকেট লঞ্চার এই অনুশীলনের অন্তর্ভুক্ত ছিল। অবশ্য এই অনুশীলন কবে হয়েছে সে কথা এখনো জানা যায়নি। তবে সেই রকেটের নিশানায় দক্ষিণ কোরিয়া রয়েছে বলে জানা গিয়েছে।
০৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে