শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৩:০৬

বড় দুঃসংবাদ পোলট্রি খামারিদের জন্য, এবার প্রাণঘাতী...

বড় দুঃসংবাদ পোলট্রি খামারিদের জন্য, এবার প্রাণঘাতী...

আন্তর্জাতিক ডেস্ক : কিছু দেশে পোলট্রি খামারে ভয়াবহ আকারে ছড়িয়েছে বার্ড ফ্লু, যা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসে ইতোমধ্যেই হাজার হাজার পোলট্রি মারা গেছে। বিশেষ করে এইচ৫এন১ ধরনের ভাইরাস শনাক্ত হওয়ায় খামারিরা মুরগি নিধনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

গত কয়েক বছরে বার্ড ফ্লুতে শত শত কোটি পোলট্রি মারা যাওয়ায় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং খাদ্যদ্রব্যের দামও বাড়েছে। এ অবস্থায় নতুন মহামারির আশঙ্কা দেখা দিয়েছে। বেলজিয়াম সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আক্রান্ত পোলট্রিকে ঘরে আবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্রান্সও একই ধরনের ব্যবস্থা নিয়েছে।

বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর ডিকসমুইডের একটি টার্কি খামারে এইচ৫এন১ শনাক্ত হয়। এতে ৩১৯টি টার্কি মারা গেছে এবং আরও ৬৭,১১০টি পাখি নিধন করা হয়েছে।

এছাড়া স্লোভাকিয়া এবং নেদারল্যান্ডসের পোলট্রি খামারগুলোতেও নতুন প্রাদুর্ভাব দেখা গেছে। নেদারল্যান্ডসের একটি খামারে বার্ড ফ্লু শনাক্তের পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আন্তর্জাতিকভাবে পোলট্রি এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে