শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ১০:৪৮:১৯

টানা ১৪২০০ কিলোমিটার উড়ে বিশ্ব রেকর্ড!

টানা ১৪২০০ কিলোমিটার উড়ে বিশ্ব রেকর্ড!

আন্তর্জাতিক ডেস্ক : যাত্রী নিয়ে টানা ১৬ ঘণ্টা ২৪ মিনিট আকাশে উড়ে ভেসে বেড়িয়েছে একটি বিমান। ১৪২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়ল বিমানটি। দীর্ঘ সময় ধরে আকাশে ছিল এয়ারবাস এ-৩৮০। এর ফলে রেকর্ডটি নিজেদের করে নিল এমিরেটস এয়ারলাইন্স।

বিমানটি দুবাই থেকে নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডের পথে ১৪ হাজার ২শ' কিলোমিটার পথ পাড়ি দেয়। বাণিজ্যিক ক্ষেত্রে এটাই কোনো বিমানের দীর্ঘতম ফ্লাইট। গত বুধবার বিমানটি যাত্রী নিয়ে অকল্যান্ডে পৌঁছায়।

একবারে শুধু দীর্ঘ পথ পাড়ি দেয়ার ক্ষেত্রেই রেকর্ড গড়েনি এয়ারবাস-এ ৩৮০ বিমানটি।  কম সময়ে এই পথ পাড়ি দিয়েও রেকর্ড গড়েছে এটি। দুবাই-অকল্যান্ডে যেতে বিমানটি সময় নেয় ১৬ ঘণ্টা ২৪ মিনিট যা অন্যান্য বাণিজ্যিক ফ্লাইটের লাগে ১৭ ঘণ্টা ১৫ মিনিট। অবশ্য এমিরেটসের বিমানটি নতুন রুট অনুসরণ করায় কম সময় লেগেছে।

০৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে