শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ১১:১৫:০৭

নোবেল পেতে চান সেই বিতর্কিত ট্রাম্প, সিরিয়ালে আরো ৩৭৬!

নোবেল পেতে চান সেই বিতর্কিত ট্রাম্প, সিরিয়ালে আরো ৩৭৬!

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর শান্তিতে নোবেল প্রত্যাশীদের মনোনয়নের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে বিতর্কিত এক বিখ্যাত মার্কিন নাগরিকর নাম। যাকে দেখা হয় গোটা পৃথিবীকে অশান্ত করার পায়তাড়াকারী হিবেসে। এ তালিকায় রয়েছে আরো ৩৭৬ জনের নাম।

২০১৬ সালের এ তালিকার প্রথম দিকে রয়েছেন অ্যাঙ্গেলা মেরকেল, পোপ ফ্রান্সিস, শরণার্থীদের সাহায্যকারী গ্রিক দ্বীপের বাসিন্দা, মার্কিন অভিনেত্রী এবং কর্মী সুসান সারানদোনের নাম

প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের। তিনি কীভাবে এ তালিকায় মনোনীত হলেন- তা নিয়ে চলছে বেশ বিতর্ক। কেননা শরণার্থী ইস্যু, মুসলমানদের ইউরোপে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জারিসহ বেশ কিছু ইস্যু নিয়ে তীব্র মন্তব্য করায় ইতিমধ্যে তাকে নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে।

শান্তিতে নোবেল প্রত্যাশীদের মনোনয়নের তালিকায় এবার ২২৮ ব্যক্তি এবং ১৪৮টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন। অক্টোবরের ৭ তারিখে এ  তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নোবেল ইন্সটিটিউট।

এ বছর কে বা কারা বিজয়ী হবেন সে সম্পর্কে সোমবার এক বৈঠকে অংশ নিয়েছেন নোবেল কমিটির পাঁচ সদস্য ও নোবেল ইন্সটিটিউটের প্রধান ওলাভ জলস্টাড।

তিনি বলেন, আমরা পৃথিবীতে বাস করি। এখানে বহু বিবাদ রয়েছে। এখানে ভালো দিকে যাওয়ার মতো বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। পরিষ্কারভাবে এটা কাউকে মনোনীত করতে নিজের অধিকার প্রয়োগে অনেক মানুষকে অনুপ্রাণিত করে। সবকিছু যাচাই বাছাই করেই আমরা সিদ্ধান্ত নেব।
০৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে