সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:০৫:৪৭

ভিসা ইস্যুতে আমিরাতের এই তালিকায় নাম আছে বাংলাদেশের

ভিসা ইস্যুতে আমিরাতের এই তালিকায় নাম আছে বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্প্রতি দেশটিতে প্রবেশে ভিসা প্রক্রিয়া আরও কঠোর করেছে। নতুন নীতির আওতায় ১০৭টি দেশের নাগরিকদের এখন থেকে দেশটিতে যাতায়াতের আগে অনুমোদিত ভিসা নিতে হবে। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ কয়েকটি দেশ রয়েছে। এছাড়া নাইজেরিয়া, ফিলিপাইন, কেনিয়া, ইথিওপিয়া ও ঘানার মতো আফ্রিকান দেশগুলোও এই তালিকার অংশ।

জোটের প্রার্থীর প্রতীকে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি বিএনপিরজোটের প্রার্থীর প্রতীকে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি বিএনপির
নতুন নীতি ভ্রমণকারীদের আগেই নিরাপত্তা যাচাই ও ভ্রমণ প্রক্রিয়ার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করবে। ইউএই-এর অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে দেশটিতে আগত ভ্রমণকারীদের নিরাপত্তা ও ভ্রমণ প্রোটোকল আরও জোরদার হবে।

এছাড়া ইউএই সাময়িকভাবে ৯টি দেশের নাগরিকের জন্য পর্যটন ও কর্মভিসা নিষিদ্ধ করেছে। এসব দেশের মধ্যে রয়েছে নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন, সুদান, ক্যামেরুন, লাইবেরিয়া, বেনিন, কঙ্গো এবং বুরুন্ডি। ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক পদক্ষেপ এবং ভবিষ্যতে নীতিগত পুনঃপর্যালোচনার মাধ্যমে পরিবর্তন হতে পারে।

ঢাকার বাতাসে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে বলছে তিতাসঢাকার বাতাসে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে বলছে তিতাস
ভ্রমণকারীদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে—

ইউএই দূতাবাস বা অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে আগেই আবেদন করতে হবে।
আবেদন করার আগে নিশ্চিত করতে হবে যে, পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস বাকি আছে।
দ্রুত ভিসা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এমন ভুয়া ট্রাভেল এজেন্টদের থেকে সতর্ক থাকতে হবে।
নিয়মিত ইউএই ইমিগ্রেশনের অফিসিয়াল আপডেট পর্যবেক্ষণ করতে হবে।

ভ্রমণকারীরা এই নতুন নীতির আলোকে যথাযথ প্রস্তুতি নিলে তাদের ইউএই সফর আরও সুষ্ঠু ও নিরাপদ হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে