শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ১২:২৭:৫৬

ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করায় একজনের জেল

ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করায় একজনের জেল

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনে রাশিয়ার একটি আদালত একজনকে কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত এ ব্যক্তি 'ঈশ্বরের অস্তিত্ব নেই' দাবী করে ইন্টারনেটে একটি লেখা প্রকাশ করায় তাকে এই কারাদণ্ড দেয়া হয়েছে।
 
২০১৩ সালে মস্কোয় পাঙ্ক ব্যান্ড দল 'পুসি রায়ট' সদস্যদের জেল দেয়ার পর ধর্মীয় অনুভূতি সংক্রান্ত আইন প্রণয়ন করা হয় রাশিয়ায়। পুসি রায়টের সদস্যরা সাম্প্রদায়িকতার প্রতিবাদ হিসেবে মস্কোর প্রধান গির্জায় বিবসা হয়ে প্রবেশ করে গান শুরু করেছিলেন।
 
অভিযোগে বলা হয়েছে, ৩৮ বছর বয়সী স্টাভরোপলের বাসিন্দা ভিক্টর ক্রাসনভ ২০১৪ সালে স্থানীয় একটি রম্য ওয়েব সাইটে লেখায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেখানে তিনি লিখেন, বাইবেলে বর্ণিত ঘটনাগুলোকে ইহুদীদের কল্পকাহিনী ছাড়া আর কিছুই না। ঈশ্বরের কোন অস্তিত্ব নেই। সূত্র : ইত্তেফাক
৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে